কোন শব্দে বিদেশী উপসর্গ ব্যবহৃত হয়েছে?

নিখুঁত

আনমনা

অবহেলা

নিমরাজী


Description (বিবরণ) :

প্রশ্ন: কোন শব্দে বিদেশী উপসর্গ ব্যবহৃত হয়েছে?

ব্যাখ্যা:

ফারসি উপসর্গ মনে রাখার সহজ উপায়: "না" "ফি" ‘র "বর" "বদ" মায়েশ। "বে" আদব, "কম" ‘জোর, ও "ব" কলম। কিন্তু "কার" ‘বার ও "দর" দালানে তিনি "নিম"রাজি। দ্রষ্টব্য শুধুমাত্র ".." এর মধ্যে যা দেওয়া আছে, ওটাই উপসর্গ।

আন - বাংলা উপসর্গ 

অব - সংস্কৃত উপসর্গ 


Related Question

কোন শব্দে বিদেশী উপসর্গ ব্যবহৃত হয়েছে ?

নিখুঁত

আনমনা

অবহেলা

নিমরাজী

নিম্নরেখ কোন শব্দে করণ কারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে?

ঘোড়াকে "চাবুক" মার

"ডাক্তার" ডাক

গাড়ি 'স্টেশন" ছেড়েছে

"মাষুলধারে" বৃষ্টি পড়ছে

নিত্য মূর্ধণ্য-ষ কোন শব্দে বর্তমান?

কষ্ট

উপনিষৎ

কল্যাণীয়েষু

আষাঢ়

নিত্য মূর্ধন্য-ষ কোন শব্দে বর্তমান?

কষ্ট

উপনিষৎ

কল্যাণীয়েষু

আষাঢ়