কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে?
ঠগী
পানাস
পাঠক
সেলামী
Description (বিবরণ) :
প্রশ্ন: কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে?
ব্যাখ্যা: প্রত্যয়: শব্দ গঠনের উদ্দেশ্যে শব্দ বা নাম প্রকৃতির এবং ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দাংশ যুক্ত হয় তাকে প্রত্যয় বলে। কয়েকটি শব্দের প্রকৃতি ও প্রত্যয় বিশ্লেষণ করে দেখানো হলো : নাম প্রকৃতি প্রত্যয় প্রত্যয়ান্ত শব্দ হাত + ল = হাতল ফুল + এল = ফুলেল মুখ + র = মুখর ক্রিয়া প্রকৃতি প্রত্যয় প্রত্যয়ান্ত শব্দ চল্ + অন্ত = চলন্ত জম্ + আ = জমা বাংলা শব্দ গঠনে দুই প্রকার প্রত্যয় পাওয়া যায়। যেমন : তদ্ধিত প্রত্যয় ও কৃৎপ্রত্যয়। তদ্ধিত প্রত্যয়: শব্দমূল বা নাম শব্দের সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় তাকে বলে তদ্ধিত প্রত্যয়। যেমন : হাতল, ফুলেল ও মুখর শব্দের যথাক্রমে ল, এল ও র তদ্ধিত প্রত্যয়। কৃৎপ্রত্যয়: ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় তাকে বলে কৃৎপ্রত্যয়। যেমন : চলন্ত, জমা ও লিখিত শব্দের যথাক্রমে অন্ত, আ ও ইত কৃৎপ্রত্যয়। তদ্ধিতান্ত শব্দ: তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দকে বলা হয় তদ্ধিতান্ত শব্দ। যেমন : হাতল, ফুলেল ও মুখর। কৃদন্ত শব্দ: কৃৎপ্রত্যয় সাধিত শব্দকে বলা হয় কৃদন্ত শব্দ। যেমন : চলন্ত, জমা ও লিখিত।
Related Question
কোন শব্দে বিদেশী উপসর্গ ব্যবহৃত হয়েছে ?
নিখুঁত
আনমনা
অবহেলা
নিমরাজী
কোন শব্দে বিদেশী উপসর্গ ব্যবহৃত হয়েছে?
নিখুঁত
আনমনা
অবহেলা
নিমরাজী
নিম্নরেখ কোন শব্দে করণ কারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে?
ঘোড়াকে "চাবুক" মার
"ডাক্তার" ডাক
গাড়ি 'স্টেশন" ছেড়েছে
"মাষুলধারে" বৃষ্টি পড়ছে
নিত্য মূর্ধণ্য-ষ কোন শব্দে বর্তমান?
কষ্ট
উপনিষৎ
কল্যাণীয়েষু
আষাঢ়
ণত্ব বিধি সাধারণত কোন শব্দে প্রযোজ্য?
দেশী
বিদেশী
তৎসম
তদ্ভব
নিত্য মূর্ধন্য-ষ কোন শব্দে বর্তমান?
কষ্ট
উপনিষৎ
কল্যাণীয়েষু
আষাঢ়