বাংলাভাষা ও সাহিত্যের আদি কবি কে?

কাহ্নপা

ঢেণ্ডণপা

লুইপা

ভুসুকুপা


Description (বিবরণ) :

প্রশ্ন: বাংলাভাষা ও সাহিত্যের আদি কবি কে?

ব্যাখ্যা:

ব্স্তান - 'গ্যুর গ্রন্থে লুইপাকে শ্রীভগবদ অভিসময়, বজ্রসত্ত্ব সাধনা, তত্ত্বস্বভাব দোহাকোষ গীতিকা দৃষ্টি নাম, শ্রীচক্রসম্বর অভিসময় টীকা এবং বুদ্ধদয়া গ্রন্থের রচয়িতা হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি অতীশ দীপঙ্করের সাথে অভিসময় বিভঙ্গ রচনা করেছিলেন। চর্যাপদের প্রথম এবং ঊনত্রিশতম পদ লুইপার রচনা।


Related Question

মধ্যযুগের বাংলাভাষা ও সাহিত্যের প্রথম নিদর্শন কী?

চৈতন্যচরিতামৃত

বৈষ্ণব পদাবলি

শ্রীকৃষ্ণকীর্তন

শ্রীকৃষ্ণ বিজয়

মধ্যযুগের বাংলাভাষা ও সাহিত্যের প্রথম নিদর্শন কী?

চৈতন্যচরিতামৃত

বৈষ্ণব পদাবলি

শ্রীকৃষ্ণকীর্তন

শ্রীকৃষ্ণ বিজয়