মধ্যযুগের মহিলা কবি চন্দ্রবতীর পিতার নাম কি?
বিদ্যাপতি
মুকুন্দরাম
দ্বিজ বংশীদাস
দ্বিজ চন্ডীদাস
Description (বিবরণ) :
প্রশ্ন: মধ্যযুগের মহিলা কবি চন্দ্রবতীর পিতার নাম কি?
ব্যাখ্যা:
মহিলা কবি চন্দ্রাবতীর পিতা দ্বিজ বংশীদাস ' 'মনসামঙ্গলের' অন্যতম শ্রেষ্ঠ কবি।
কবি চন্দ্রাবতী রামায়ণ, মলুয়া গীতিকা রচনা করেন।
Related Question
মধ্যযুগের অনুবাদ সাহিত্য রচনায় কোন মুসলিম শাসকের গুরুত্বপুর্ন ভূমিকা রয়েছে?
নাসির উদ্দিন শাহ
মুর্শিদ কুলি খান
শাহ সুজা
আলাউদ্দিন হুসেন শাহ
মধ্যযুগের প্রথম কাব্য কোনটি?
শুন্যপুরান
ডাকার্নব
শ্রীকৃষ্ণকীর্তন
গীতগোবিন্দ
মধ্যযুগের কবি নন কে?
জয়নন্দী
বড়ু চণ্ডীদাস
গোবিন্দ দাস
জ্ঞান দাস
মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারক -এর প্রভাব অপরিসীম?
শ্রীচৈতন্যদেব
শ্রীকৃষ্ণ
আদিনাথ
মনোহর দাশ
মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর কত সালে মৃত্যুবরণ করেন?
১৭৫৬
১৭৫২
১৭৬০
১৭৬২
মধ্যযুগের প্রথম কাব্য “শ্রীকৃষ্ণকীর্তন”-এর রচিয়তা কে?
চন্ডীদাস
দ্বিজ চন্ডীদাস
বড়ু চন্ডীদাস
দীন চন্ডীদাস