মধ্যযুগের শেষ্ঠ কবি হলেন--

মুকুন্দরাম চক্রবর্তী

ভারতচন্দ্র রায় গুণাকর

চন্ডীদাস

বিদ্যাপতি


Description (বিবরণ) :

প্রশ্ন: মধ্যযুগের শেষ্ঠ কবি হলেন--

ব্যাখ্যা:

মধ্যযুগের শেষ্ঠ কবি হলেন - - মুকুন্দরাম চক্রবর্তী।

মুকুন্দরাম চক্রবর্তী মধ্যযুগের বাঙালি কবি। ধারনা করা হয় তার জন্ম ষোড়শ শতাব্দীর প্রথম দিকে।

তার বিখ্যাত কাব্য চণ্ডীমঙ্গলকাব্য প্রাচীন পাঁচালী রচনার মধ্যে শ্রেষ্ঠ । এর রচনাকাল ১৫৪৪ খ্রীস্টাব্দের কাছাকাছি সময় বলে বিবেচনা করা হয়।


Related Question

মধ্যযুগের অনুবাদ সাহিত্য রচনায় কোন মুসলিম শাসকের গুরুত্বপুর্ন ভূমিকা রয়েছে?

নাসির উদ্দিন শাহ

মুর্শিদ কুলি খান

শাহ সুজা

আলাউদ্দিন হুসেন শাহ

মধ্যযুগের প্রথম কাব্য কোনটি?

শুন্যপুরান

ডাকার্নব

শ্রীকৃষ্ণকীর্তন

গীতগোবিন্দ

মধ্যযুগের কবি নন কে?

জয়নন্দী

বড়ু চণ্ডীদাস

গোবিন্দ দাস

জ্ঞান দাস

মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারক -এর প্রভাব অপরিসীম?

শ্রীচৈতন্যদেব

শ্রীকৃষ্ণ

আদিনাথ

মনোহর দাশ

মধ্যযুগের প্রথম কাব্য “শ্রীকৃষ্ণকীর্তন”-এর রচিয়তা কে?

চন্ডীদাস

দ্বিজ চন্ডীদাস

বড়ু চন্ডীদাস

দীন চন্ডীদাস