জেকুয়েরি ajaxError() মেথড
সংজ্ঞা এবং ব্যবহার
অ্যাজাক্স রিকুয়েস্ট ব্যর্থ হলে ajaxError()
মেথড একটি ফাংশন রান হতে নির্দেশ করে।
নোট: জেকুয়েরি ভার্সন ১.৮ থেকে, এই মেথডটি শুধুমাত্র ডকুমেন্টে যোগ করা যায়।
সিনট্যাক্স ও ব্যাখ্যা
$(document).ajaxError(function(event,xhr,options,exc))
প্যারামিটার ও তাদের ভ্যালু
নিচের টেবিলে ajaxError()
মেথডে ব্যবহৃত প্যারামিটার এবং প্যারামিটারের সম্ভাব্য ভ্যালু গুলো দেখানো হলোঃ
প্যারামিটার | বিবরণ |
---|---|
function(event,xhr,options,exc ) |
আবশ্যক। রিকুয়েস্ট ব্যর্থ হলে যে ফাংশন রান হবে সেটিকে নির্দেশ করে। অতিরিক্ত প্যারামিটারসমূহ:
|
উদাহরণ
<!DOCTYPE html>
<html lang="en">
<head>
<meta name="viewport" content="width=device-width, initial-scale=1">
<title>জেকুয়েরির উদাহরণ</title>
<script src="http://ajax.googleapis.com/ajax/libs/jquery/3.1.1/jquery.min.js"></script>
<script>
$(document).ready(function(){
$(document).ajaxError(function(){
alert("একটি এঁরর ঘটেছে!");
});
$("button").click(function(){
$("div").load("wrongfile.php");
});
});
</script>
</head>
<body>
<div><p>অ্যাজাক্সের মাধ্যমে এই টেক্সটকে পরিবর্তন হতে দেই</p></div>
<button>কন্টেন্ট পরিবর্তন করি</button>
</body>
</html>
ফলাফল
উদাহরণ
xhr
এবং options
প্যারামিটারের ব্যবহার
প্রয়োজনীয় এঁরর ম্যাসেজ পেতে কিভাবে options
প্যারামিটার ব্যবহার করতে হবে
উদাহরণ
<!DOCTYPE html>
<html lang="en">
<head>
<meta name="viewport" content="width=device-width, initial-scale=1">
<title>জেকুয়েরির উদাহরণ</title>
<script src="http://ajax.googleapis.com/ajax/libs/jquery/3.1.1/jquery.min.js"></script>
<script>
$(document).ready(function(){
$(document).ajaxError(function(e, xhr, opt){
alert("এঁরর রিকুয়েস্ট " + opt.url + ": " + xhr.status + " " + xhr.statusText);
});
$("button").click(function(){
$("div").load("wrongfile.php");
});
});
</script>
</head>
<body>
<div><p>আজাক্সের মাধ্যমে এই টেক্সটকে পরিবর্তন হতে দেই</p></div>
<button>কন্টেন্ট পরিবর্তন করি</button>
</body>
</html>
ফলাফল