জেকুয়েরি event.isPropagationStopped() মেথড
সংজ্ঞা এবং ব্যবহার
এই মেথডটি ইভেন্টের জন্য event.stopPropagation() মেথডকে কল করা হয়েছে কিনা তা চেক করে।
যদি event.stopPropagation() কে কল করা হয়ে থাকে, তবে এই মেথডটি true রিটার্ন করে। আর যদি না করা হয় তবে false রিটার্ন করে।
সিনট্যাক্স ও ব্যাখ্যা
event.isPropagationStopped()
প্যারামিটার ও তাদের ভ্যালু
নিচের টেবিলে event.isPropagationStopped()
মেথডে ব্যবহৃত প্যারামিটার এবং প্যারামিটারের সম্ভাব্য ভ্যালু গুলো দেখানো হলোঃ
প্যারামিটার | বিবরণ |
---|---|
event | আবশ্যক। ইভেন্ট বাইন্ডিং ফাংশন থেকে event প্যারামিটারটি এসেছে। |
event.isPropagationStopped() মেথড সংক্রান্ত উদাহরণ
event.stopPropagation() কে কল করা হয়েছে কিনা তা পরীক্ষাঃ
উদাহরণঃ
<!DOCTYPE html>
<html>
<head>
<title>জেকুয়েরির উদাহরণ</title>
<script src="https://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.12.4/jquery.min.js"></script>
<script>
$(document).ready(function(){
$("div").click(function(event){
event.stopPropagation();
alert(" event.stopPropagation() কল করা হয়েছে: " + event.isPropagationStopped());
});
});
</script>
</head>
<body>
<div style="height:100px;width:300px;padding:10px;border:1px solid blue;background-color:lightblue;">এই div এলিমেন্টটিতে ক্লিক করুন।</div>
</body>
</html>
ফলাফল