জেকুয়েরি জাভাস্ক্রিপ্ট এঙ্গুলার এইচটিএমএল সিএসএস বুটস্ট্রাপ
লগইন
 

জেকুয়েরি on() মেথড

« জেকুয়েরি ইভেন্ট মেথডসমূহ



সংজ্ঞা এবং ব্যবহার

সিনট্যাক্স ও ব্যাখ্যা

$(selector).on(event,childSelector,data,function,map) 

প্যারামিটার ও তাদের ভ্যালু

নিচের টেবিলে on() মেথডে ব্যবহৃত প্যারামিটার এবং প্যারামিটারের সম্ভাব্য ভ্যালু গুলো দেখানো হলোঃ

প্যারামিটার বিবরণ
event আবশ্যক। নির্বাচিত এলিমেন্টে যোগ করার জন্য এক বা একাধিক ইভেন্ট অথবা নেমস্পেস নির্দেশ করে।

একাধিক ইভেন্ট ভ্যালু স্পেসের মাধ্যমে আলাদা করা হয়। অবশ্যই ভ্যালিড ইভেন্ট হতে হবে।
childSelector ঐচ্ছিক। নির্দিষ্ট চাইল্ড এলিমেন্টেই শুধুমাত্র ইভেন্ট হ্যান্ডলার যুক্ত হবে তা নির্দেশ করে।
data ঐচ্ছিক। ফাংশনের সাথে অতিরিক্ত ডাটা পাস করতে নির্দেশ করা হয়।
function আবশ্যক। ইভেন্ট ঘটলে যে ফাংশনকে রান হবে সেটিকে নির্দেশ করে।
map নির্বাচিত এলিমেন্টে একাধিক ইভেন্ট এবং ফাংশন যোগ করার জন্য একটি ম্যাপকে ({event:function, event:function, ...}) নির্দেশ করে

on()মেথড সংক্রান্ত উদাহরণ

কিভাবে <p> এলিমেন্টে একটি ক্লিক ইভেন্ট যোগ করা হয় তা নিচের উদাহরনে দেখনো হলো

উদাহরণঃ

<!DOCTYPE html>
<html>
<head>
<title>জেকুয়েরির উদাহরণ</title>
<script src="https://ajax.googleapis.com/ajax/libs/jquery/3.1.1/jquery.min.js"></script>
 <script>
$(document).ready(function(){
    $("p").on("click", function(){
        alert("প্যারাগ্রাফে ক্লিক করা হয়েছে।");
    });
});
</script>
</head>
<body>

<p>এই প্যারাগ্রাফে ক্লিক করুন</p>

</body> 
</html>
 

ফলাফল




bind() থেকে on() মেথড

কিভাবে on() মেথড ব্যবহার করে bind() মেথডের মত একই কাজ করানো যাবে নিচের উদাহরনে তা দেখানো হলো

উদাহরণঃ

 
<!DOCTYPE html>
<html>
<head>

<title>জেকুয়েরির উদাহরণ</title>
<script src="https://ajax.googleapis.com/ajax/libs/jquery/3.1.1/jquery.min.js"></script>
<script>
$(document).ready(function(){
    $("#div1").on("click", function(){
        $(this).css("background-color", "aqua");
    });
    $("#div2").bind("click", function(){
        $(this).css("background-color", "aqua");
    });
});
</script>
</head>
<body>

<h4 style="color:green;">এই উদাহরণে on() এবং  bind() কিভাবে কাজ করে তার ইফেক্ট দেখানো হয়েছে।</h4>

<div id="div1" style="border:1px solid black;">কিছু লেখা।
<p> <b>on() মেথড</b>এর ব্যাকগ্রাউন্ড-কালার সেট করতে ক্লিক করুন।</p>
</div><br>

<div id="div2" style="border:1px solid black;">কিছু লেখা।
<p><b>bind() মেথড</b>এর  ব্যাকগ্রাউন্ড-কালার  সেট করতে ক্লিক করুন।</p>
</div>
</body>
</html>
 

ফলাফল




একাধিক ইভেন্ট যোগ করা

একটি এলিমেন্টে কিভাবে একাধিক ইভেন্ট যুক্ত করা যায় তা নিচের উদাহরনে দেখানো হলো

উদাহরণঃ

<!DOCTYPE html>
<html>
<head>

<title>জেকুয়েরির উদাহরণ</title>
<script src="https://ajax.googleapis.com/ajax/libs/jquery/3.1.1/jquery.min.js"></script>
<script>
$(document).ready(function(){
    $("p").on("mouseover mouseout", function(){
        $(this).toggleClass("intro");
    });
});
</script>
<style>
.intro {
    font-size: 150%;
    color: green;
}
</style>
</head>
<body>

<p>মাউস পয়েন্টারটি প্যারাগ্রাফের উপরে নিন।</p>


</body>
</html>
 

ফলাফল




ম্যাপ প্যারামিটার ব্যবহার করে একাধিক ইভেন্ট হ্যান্ডলার যোগ করা

কিভাবে ম্যাপ প্যারামিটার ব্যবহার করে নির্বাচিত এলিমেন্টে কিভাবে একাধিক ইভেন্ট হ্যান্ডলার যোগ করা যায় তা নিচের উদাহরনে দেখানো হলো।

উদাহরণঃ

<!DOCTYPE html>
<html>
<head>

<title>জেকুয়েরির উদাহরণ</title>
<script src="https://ajax.googleapis.com/ajax/libs/jquery/3.1.1/jquery.min.js"></script>
<script>
$(document).ready(function(){
    $("p").on({
        mouseover: function(){
            $("body").css("background-color", "aqua");
        },
        mouseout: function(){
            $("body").css("background-color", "green");
        },
        click: function(){
            $("body").css("background-color", "red");
        }
    });
});
</script>
</head>
<body>

<p>প্যারাগ্রাফের উপর মাউসের পয়েন্টার নিয়ে আসুন অথবা ক্লিক করুন।</p>

</body>
</html>
 

ফলাফল




ফাংশনে ডাটা পাস

কিভাবে ফাংশনে ডাটা পাস করা যায় তা নিচের উদাহরনে দেখনো হলো

উদাহরণঃ

<!DOCTYPE html>
<html>
<head>
<title>জেকুয়েরির উদাহরণ</title>
<script src="https://ajax.googleapis.com/ajax/libs/jquery/3.1.1/jquery.min.js"></script>
<script>
function handlerName(event) {
    alert(event.data.msg);
}

$(document).ready(function(){
    $("p").on("click", {msg: "আপনি মাত্র আমাকে ক্লিক করেছেন!"}, handlerName)
});
</script>
</head>
<body>

<p>ক্লিক করুন!</p>
</body>
</html>
 

ফলাফল




পরবর্তীতে তৈরি এলিমেন্টের জন্য ইভেন্ট হ্যান্ডলার যুক্ত করা

কিভাবে on() মেথডের সাহায্যে পরবর্তীতে তৈরি এলিমেন্টেও ইভেন্ট হ্যান্ডলার যোগ করা যায় তা তা নিচের উদাহরনে দেখানো হলো

উদাহরণঃ

<!DOCTYPE html>
<html>
<head>

<title>জেকুয়েরির উদাহরণ</title>
<script src="https://ajax.googleapis.com/ajax/libs/jquery/3.1.1/jquery.min.js"></script>
<script>
$(document).ready(function(){
    $("div").on("click", "p", function(){
        $(this).slideToggle();
    });
    $("button").click(function(){
        $("<p>এটি একটি নতুন প্যারাগ্রাফ।</p>").insertAfter("button");
    });
});
</script>
</head>
<body>

<div style="background-color:aqua">
  <p>এটি একটি প্যারাগ্রাফ।</p>
  <p>এটি সহ যেকোন p এলিমেন্টকে অদৃশ্য করার জন্য যেকোন p এলিমেন্টে ক্লিক করুন।</p>
  <button>এই বাটনটির পর একটি নতুন p এলিমেন্ট অন্তর্ভূক্ত করুন</button>
</div>

</body>
</html>
 

ফলাফল




একটি ইভেন্ট হ্যান্ডলার বাদ দেওয়া

কিভাবে off() মেথড ব্যবহার করে একটি ইভেন্ট হ্যান্ডলার বাদ দেওয়া যায় তা নিচের উদাহরনে দেখানো হলোঃ

উদাহরণঃ

<!DOCTYPE html>
<html>
<head>

<title>জেকুয়েরির উদাহরণ</title>
<script src="https://ajax.googleapis.com/ajax/libs/jquery/3.1.1/jquery.min.js"></script>
<script>
$(document).ready(function(){
    $("p").on("click", function(){
        $(this).css("background-color", "aqua");
    });
    $("button").click(function(){
        $("p").off("click");
    });
});
</script>
</head>
<body>

<p> ব্যাকগ্রাউন্ড-কালার সেট করতে অনুচ্ছেদে ক্লিক করুন। </p>
<p>নিচের বাটনে ক্লিক করুন এবং তারপর এই অনুচ্ছেদের উপর ক্লিক করুন।( যখন ক্লিক ইভেন্ট মুছে ফেলা হবে)।</p>

<button> ইভেন্ট হ্যান্ডলারটি মুছে ফেলতে ক্লিক করুন।</button>
</body>
</html>
 

ফলাফল




« জেকুয়েরি ইভেন্ট মেথডসমূহ