জেকুয়েরি :hidden সিলেক্টর
সংজ্ঞা এবং ব্যবহার
:hidden
সিলেক্টরের মাধ্যমে অদৃশ্যমান(hidden) এলিমেন্টগুলোকে সিলেক্ট করা হয়।
অদৃশ্যমান(hidden) এলিমেন্ট বলতে নিম্নোক্ত এলিমেন্টকে বুঝায়ঃ
- যেই এলিমেন্টের
display:none
করা আছে। type="hidden"
যুক্ত ফরম এলিমেন্ট।- প্রস্থ এবং উচ্চতা শুন্যতে(০) সেট করা।
- হাইড হওয়া প্যারেন্ট এলিমেন্ট (যা চাইল্ড এলিমেন্টকেও হাইড করে)।
বিঃদ্রঃ visibility:hidden
যুক্ত এলিমেন্ট এই সিলেক্টরের আওতায় থাকবে না।
সিনট্যাক্স
$(":hidden")
:hidden
সিলেক্টর সংক্রান্ত উদাহরণ
হাইড হওয়া এলিমেন্টগুলো প্রদর্শন
নিচের উদাহরণে :hidden
সিলেক্টরের ব্যবহার দেখানো হলোঃ
উদাহরণ
<!DOCTYPE html>
<html lang="en">
<head>
<title>জেকুয়েরি :hidden সিলেক্টর</title>
<script src="https://ajax.googleapis.com/ajax/libs/jquery/3.1.1/jquery.min.js"></script>
<script>
$(document).ready(function(){
$("button").click(function(){
$("li:hidden").show(1500);
});
});
</script>
</head>
<body>
<h2 style="text-align:center;">স্যাট একাডেমী</h2>
<p>আমাদের ওয়েবসাইট থেকে আপনি যে বিষয়গুলো শিখতে পারবেনঃ</p>
<ul>
<li>এইচটিএমএল</li>
<li>সিএসএস</li>
<li style="display:none;">জাভাস্ক্রিপ্ট</li>
<li>পিএইচপি</li>
<li>এসকিউএল</li>
<li style="display:none;">বুটস্ট্রাপ</li>
<li>জেকুয়েরি</li>
</ul>
<br>
<button>হাইড এলিমেন্ট প্রদর্শন করুন</button>
</body>
</html>
ফলাফল