জেকুয়েরি জাভাস্ক্রিপ্ট এঙ্গুলার এইচটিএমএল সিএসএস বুটস্ট্রাপ
লগইন
 

জেকুয়েরি eq() মেথড

« জেকুয়েরি ট্রাভার্সিং মেথডসমূহ


সংজ্ঞা এবং ব্যবহার

eq() মেথড নির্বাচিত এলিমেন্টগুলো থেকে নির্দিষ্ট ইনডেক্স নাম্বারসহ একটি এলিমেন্ট রিটার্ন করে।

ইনডেক্স নাম্বার শুরু হয় 0 থেকে, তাই প্রথম এলিমেন্টের ইনডেক্স নাম্বার হবে 0(1 নয়)।


সিনট্যাক্স ও ব্যাখ্যা

$(selector).detach()$(selector).eq(index)

প্যারামিটার ও তাদের ভ্যালু

নিচের টেবিলে eq() মেথডে ব্যবহৃত প্যারামিটার এবং প্যারামিটারের সম্ভাব্য ভ্যালু গুলো দেখানো হলোঃ

প্যারামিটার বিবরণ
index আবশ্যক। এলিমেন্টের ইনডেক্স নাম্বার নির্দেশ করে। এটি পজিটিভ অথবা নেগেটিভ দুটোই হতে পারে।

নোট: নেগেটিভ নাম্বার ব্যবহার করলে নির্বাচিত এলিমেন্টের শুরু থেকে গুনার পরিবর্তে শেষ থেকে গুনা শুরু করে।

eq()মেথড সংক্রান্ত উদাহরণ

দ্বিতীয় <p> এলিমেন্ট সিলেক্ট (ইনডেক্স নাম্বার 1):

উদাহরণ

<!DOCTYPE html>
<html>
<head>
<title>জেকুয়েরির উদাহরণ</title>
<script src="https://ajax.googleapis.com/ajax/libs/jquery/3.1.1/jquery.min.js"></script>
<script>
$(document).ready(function(){
    $("p").eq(1).css("background-color", "lightblue");
});
</script>
</head>
<body>

<h1>আমদের হোমপেইজে স্বাগতম।</h1>

<p>আমার নাম মোহাম্মদ (index 0).</p>
<p>হাসান আহমেদ (index 1).</p>
<p>আমি চাঁদপুরে বসবাস করি। (index 2).</p>
<p>আমার প্রিয় বন্ধু অনিক।(index 3).</p>

</body>
</html>

ফলাফল




নেগেটিভ নাম্বারের ব্যবহার

নেগেটিভ নাম্বার ব্যবহার করে, নির্বাচিত এলিমেন্টের শেষের থেকে দু'নাম্বার <p> এলিমেন্টকে কিভাবে রিটার্ন করা যায়।

উদাহরণঃ1

<!DOCTYPE html>
<html>
<head>
<title>জেকুয়েরির উদাহরণ</title>
<script src="https://ajax.googleapis.com/ajax/libs/jquery/3.1.1/jquery.min.js"></script>
<script>
$(document).ready(function(){
    $("p").eq(-2).css({"background-color": "green", "color": "white"});
});
</script>
</head>
<body>

<h1>আমার হোমপেজে আপনাকে স্বাগতম</h1>
<p>আমার নাম জিহাদ।</p>
<p>জিহাদুল ইসলাম।</p>
<p>আমি চাঁদপুর বাস করি (এটি নির্বাচিত হবে, কারন এটি নির্বাচিত এলিমেন্টের শেষ থেকে দ্বিতীয় এলিমেন্ট)।</p>
<p>আমি ফুটবল খেলতে ভালোবাসি।</p>

</body>
</html>
 

ফলাফল





jQuery HTML Methods জেকুয়েরি ট্রাভার্সিং মেথডসমূহ