Site icon স্যাট একাডেমী ব্লগ

সার্ভার কি? বিভিন্ন প্রকারের সার্ভার

সার্ভার কি? সার্ভার এর সহজ বাংলা হলো যে বা যারা সার্ভ করে। আপনি যদি কোন রেস্টুরেন্ট এ যান, সেখানে খাবার অর্ডার করেন, তাহলে আপনি হচ্ছেন একজন ক্লায়েন্ট আর রেস্টুরেণ্ট হচ্ছে সার্ভার। ঠিক তেমনি ইন কম্পিউটিং, সার্ভার হচ্ছে একটি কম্পিউটারের একটি প্রোগ্রাম যে অন্য কম্পিউটারের কোন প্রোগ্রামকে সার্ভ করে। এখন আপনার একটি ওয়েবসাইট থাকতে পারে যেখান থেকে গান ডাউনলোড করা যায়।

এই গান ডাউনলোড করার ওয়েবসাইটটি মূলত একটি সফটওয়্যার বা প্রোগ্রাম যাকে কোন কম্পিউটার রান করে। সাধারণত সার্ভার রিমোট লোকেশানে একটা কম্পিউটার থাকে যেখানে আপনার একটি প্রোগ্রাম বা সফটওয়্যার থাকে যা আপনার ওয়েব সাইটটিকে সারাক্ষণ রান করিয়ে রাখবে এবং যখনি কোন ক্লায়েন্ট কোন রিকুয়েস্ট করবে সাথে সাথে তাকে সার্ভ করবে।

আমরা যেসব ওয়েবসাইট বা ওয়েব এপ্লিকেশন গুলো ব্যবহার করি

যেমন – ফেইসবুক, গুগুল, বা fusionbd.com এগুলো রিমোট লোকেশান এ একটি বা একাধিক কম্পিউটার এ রান হয়। আমরা মোবাইল ডিভাইস বা আমাদের কম্পিউটার এর ব্রাউজার দিয়ে সেগুলোকে একসেস করি অর্থাৎ আমাদের ব্রাউজার হচ্ছে একটি ক্লায়েন্ট যা কিনা সার্ভারে রিকুয়েস্ট করে আর সার্ভার সেই রিকুয়েস্ট সার্ভ করে বা রেসপন্স পাঠায়।

বিভিন্ন প্রকারের সার্ভার


ওয়েব সার্ভার হল এমন এক প্রকারের সার্ভার যা html বা css বা php ইত্যাদি হাইপার টেক্সট সাথে
সংযুক্ত ফাইল গুলোকে ক্লাইন্ট হোস্টে প্রেরন করে। মুল কথা হল কোন ওয়েব সাইট
কে যেখানে হোস্ট করা হয় তাকে ওয়েব সার্ভার বলে । বর্তমানে অনেক প্রকারের
ওয়েব সার্ভার দেখা যায় , যেমন মাইক্রোসফট এর আইআইএস বা IIS সার্ভার বা
লিনাক্স এর Apache . এবং সকল প্রকার ওয়েব সার্ভার এ http protocool
ব্যবহার করা হয় ।

আর এক প্রকারের সার্ভার আছে তার নাম এন.এন.পি.টি সার্ভার , এর পূর্ন নাম
হল Networks news transfer protocool বা NNTP সার্ভার । এই সার্ভার এর
মাধ্যমে আপনি ইন্টানেট এর খবর পড়তে এবং কোন খবর প্রকাশ করতে পারবেন ।

ডাটাবেজ় সার্ভার সার্ভার হল এমন এক প্রকারের সার্ভার যার মাধ্যমে আপনি
অনলাইনে বিভিন্ন তর্থ্য সংগ্রহ ও সংরক্ষনের জন্য এই সার্ভার ব্যবহার করা
হয় । এ ছারা এটা ওয়েব বিষয় আর অনেক সেবা প্রদান করে । বিভিন্ন প্রকারের
ডাটাবেজ় সার্ভার আছে যেমন MY SQL , MS SQL, ORACLE ,IBM ইত্যাদি ।

আর এক প্রকারের সার্ভার আছে যার নাম এফ.টি.পি সার্ভার

এফ.টি.পি সার্ভার এর পূর্ন নাম হল File transfer protocool বা FTP । নাম দেখে বুঝতে পারছেন এটা ফাইল আদান
বা প্রদানের কোন সার্ভার । এই সার্ভার এর কাজ হল ফাইল আদান প্রদান করা
।এফ.টি.পি সার্ভা (File transfer protocool বা FTP) ব্যবহার করে আপনি
একাধিক ওয়েব হোষ্ট বা হোস্ট কম্পিউটার এ ফাইল শেয়ার করতে পারবেন ।


আমরা  আপনাকে ভাল মানের হোস্টিং প্রভাইডারের কাছে ওয়েবসাইট হোস্ট করার পরামর্শ দিচ্ছি।

কারণ আপনার ওয়েব সাইট ঠিক মত সার্ভ না করলে ক্লায়েন্ট হারানোর সম্ভাবনা অনেক বেশি থাকে।

স্যাটহোস্ট ৯৯.৯৯% আপ্টাইম গ্যারান্টি সহ হোস্টিং জগতে সবচেয়ে কম মুল্যে  SSD  হোস্টিং প্রোভাইড করে থাকে।  

তাই হোস্টিং বিড়ম্বনা থেকে মুক্তি পেতে স্যাট হোস্টের হোস্টিং সেবা নিন।

 স্যাট হোস্ট বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত হোস্টিং প্রভাইডার কোম্পানি।

স্যাট হোস্টের অফিসিয়াল ওয়েবসাইট   www.satthost.com

হট লাইন-


ওয়েব হোস্টিং- কি?

 ভিপিএস হোস্টিং- ভার্চুয়াল প্রাইভেট  সার্ভার কি?

ডেডিকেটেড সার্ভার কি?

 রিসেলার হোস্টিং  কি?

 ম্যানেজড ও আনম্যানেজড হোস্টিং?

 উইনডোজ এবং লিনাক্স হোস্টিং?

স্যাট একাডেমি ব্লগে পাবলিশ এর জন্য আপনার যেকোনো লেখা পাঠাতে আমাদের ই্মেইল করুন info@sattit.com

অথবা এখানে ক্লিক করে সরাসরি পোস্ট করুন। আপনার লেখা রিভিউ শেষে পাবলিশ করা হবে।