সার্ভার কি? বিভিন্ন প্রকারের সার্ভার

সার্ভার কি? সার্ভার এর সহজ বাংলা হলো যে বা যারা সার্ভ করে। আপনি যদি কোন রেস্টুরেন্ট এ যান, সেখানে খাবার অর্ডার করেন, তাহলে আপনি হচ্ছেন একজন ক্লায়েন্ট আর রেস্টুরেণ্ট হচ্ছে সার্ভার। ঠিক তেমনি ইন কম্পিউটিং, সার্ভার হচ্ছে একটি কম্পিউটারের একটি প্রোগ্রাম যে অন্য কম্পিউটারের কোন প্রোগ্রামকে সার্ভ করে। এখন আপনার একটি ওয়েবসাইট থাকতে পারে যেখান থেকে গান ডাউনলোড করা যায়।