কোন দেশটি 'আসিয়ান' জোটভুক্ত নয়?
সিঙ্গাপুর
মালয়েশিয়া
থাইল্যান্ড
দক্ষিণ কোরিয়া
Description (বিবরণ) :
প্রশ্ন: কোন দেশটি 'আসিয়ান' জোটভুক্ত নয়?
ব্যাখ্যা:
দক্ষিণ - পূর্ব এশীয় জাতি সংস্থা (Association of Southeast Asian Nations) বা আসিয়ান দক্ষিণ - পূর্ব এশিয়ার দশটি রাষ্ট্র নিয়ে গঠিত একটি রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা, যা ১৯৬৭ সালের ৮ আগস্ট ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর ও থাইল্যান্ড দ্বারা প্রতিষ্ঠিত হয়। তারপর থেকে, ব্রুনেই, কম্বোডিয়া, লাওস, মিয়ানমার, এবং ভিয়েতনাম সদস্যপদ লাভ করে।
Related Question
নিম্নের কোন দেশটি জি-সেভেন (Group of Seven) এর সদস্য নয়?
জাপান
চীন
ইউএসএ
কানাডা
কমনওয়েলথের কোন দেশটি যুক্তরাজ্যের রাজা ও রানীকে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকার করে?
অস্ট্রেলিয়া
কানাডা
সাইপ্রাস
মরিসাস
কোন দেশটি আরব লীগের অন্তর্ভুক্ত নয়?
জর্ডান
লেবানন
ইরান
বাহরাইন
আফ্রিকা মহাদেশের মানচিত্রে Horns of Africa -তে কোন দেশটি অবস্থিত?
ইথিওপিয়া
নাইজেরিয়া
কেনিয়া
সুদান
নিচের কোন দেশটি Group of Seven(G-7) এর সদস্য নয়?
কানাডা
ইতালি
সুইডেন
জাপান
জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য কোন দেশটি সমুদ্রের গভীরে মন্ত্রিসভার বৈঠক করেছে ?
মালদ্বীপ
মালেয়েশিয়া
ফিজি
ভিয়েতনাম