কোন দেশটি 'আসিয়ান' জোটভুক্ত নয়?

সিঙ্গাপুর

মালয়েশিয়া

থাইল্যান্ড

দক্ষিণ কোরিয়া


Description (বিবরণ) :

প্রশ্ন: কোন দেশটি 'আসিয়ান' জোটভুক্ত নয়?

ব্যাখ্যা:

দক্ষিণ - পূর্ব এশীয় জাতি সংস্থা (Association of Southeast Asian Nations) বা আসিয়ান দক্ষিণ - পূর্ব এশিয়ার দশটি রাষ্ট্র নিয়ে গঠিত একটি রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা, যা ১৯৬৭ সালের ৮ আগস্ট ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুরথাইল্যান্ড দ্বারা প্রতিষ্ঠিত হয়। তারপর থেকে, ব্রুনেই, কম্বোডিয়া, লাওস, মিয়ানমার, এবং ভিয়েতনাম সদস্যপদ লাভ করে।


Related Question

কোন দেশটি আরব লীগের অন্তর্ভুক্ত নয়?

জর্ডান

লেবানন

ইরান

বাহরাইন

নিচের কোন দেশটি Group of Seven(G-7) এর সদস্য নয়?

কানাডা

ইতালি

সুইডেন

জাপান