ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন গ্রন্থটি বাংলায় অনুবাদ করেন?

হেক্টর বধ

ইডিপাস

মুখরা রমণী বশীকরণ

ভ্রান্তিবিলাস


Description (বিবরণ) :

প্রশ্ন: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন গ্রন্থটি বাংলায় অনুবাদ করেন?

ব্যাখ্যা:

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভ্রান্তিবিলাস গ্রন্থটি অনুবাদ করেন। ভ্রান্তিবিলাস রচিত হয় ১৮৬৯ সালে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম রচনা বেতাল পঞ্চবিংশতির ২২ বছর পর রচিত হয়। তিনি শুধু সাহিত্যের জন্য সাহিত্য রচনা করেন নি, তার প্রায় সমস্ত রচনাই শিক্ষা এবং সমাজ রুপান্তরের লক্ষে রচিত। তার ভ্রান্তিবিলাস বিশ্বখ্যাত নাট্যকার শেক্সপিয়রের " কমেডি অফ ইররস "অবলম্বনে রচিত।


Related Question

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধী প্রদান করেন?

সংস্কৃত কলেজ

প্রেসিডেন্সী কলেজ

ফোর্ট উইলিয়াম কলেজ

কলকাতা বিশ্ববিদ্যালয়

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ' ভ্রান্তিবিলাস' কোন নাটকের গদ্য অনুবাদ?

মার্চেন্ট অব ভেনিস

কমেডি অব এররস

অ্যা মিডসামার নাইটস ড্রিম

টেমিং অব দ্য শ্রু

কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী?

স্মৃতি কথামালা

আত্মচরিত

আত্মকথা

আমার কথা

নিম্নোক্ত কোন রচনাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের?

প্রভাত সঙ্গীত

সন্ধ্যা সঙ্গীত

প্রভাবতী সম্ভাষণ

প্রান্তিক

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 'বিদ্যাসাগর' উপাধি দেয়--

হিন্দু কলেজ

ইংরেজি কলেজ

সংস্কৃত কলেজ

প্রেসিডেন্সি কলেজ

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 'ভ্রান্তিবিলাস' কোন নাটকের গদ্য অনুবাদ ?

‌মাচেন্ট অব ভেনিস

এ মিডসামার নাইটস ড্রিম

কমেডি অব এররস

মেকবেথ