ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ' ভ্রান্তিবিলাস' কোন নাটকের গদ্য অনুবাদ?
মার্চেন্ট অব ভেনিস
কমেডি অব এররস
অ্যা মিডসামার নাইটস ড্রিম
টেমিং অব দ্য শ্রু
Description (বিবরণ) :
প্রশ্ন: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ' ভ্রান্তিবিলাস' কোন নাটকের গদ্য অনুবাদ?
ব্যাখ্যা:
ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার উইলিয়াম শেক্সপিয়র (১৫৬৪ - ১৬১৬ খ্রি.) রচিত নাটক কমেডি অফ এররস অবলম্বনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৮২০ - ১৮৯১ খ্রি.) 'ভ্রান্তিবিলাস' রচনা করেন। ১৮৬৯ সালে তিনি শেক্সপিয়রের এ নাটকটির বঙ্গানুবাদ করেন।
Related Question
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধী প্রদান করেন?
সংস্কৃত কলেজ
প্রেসিডেন্সী কলেজ
ফোর্ট উইলিয়াম কলেজ
কলকাতা বিশ্ববিদ্যালয়
কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী?
স্মৃতি কথামালা
আত্মচরিত
আত্মকথা
আমার কথা
নিম্নোক্ত কোন রচনাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের?
প্রভাত সঙ্গীত
সন্ধ্যা সঙ্গীত
প্রভাবতী সম্ভাষণ
প্রান্তিক
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 'বিদ্যাসাগর' উপাধি দেয়--
হিন্দু কলেজ
ইংরেজি কলেজ
সংস্কৃত কলেজ
প্রেসিডেন্সি কলেজ
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন গ্রন্থটি বাংলায় অনুবাদ করেন?
হেক্টর বধ
ইডিপাস
মুখরা রমণী বশীকরণ
ভ্রান্তিবিলাস
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 'ভ্রান্তিবিলাস' কোন নাটকের গদ্য অনুবাদ ?
মাচেন্ট অব ভেনিস
এ মিডসামার নাইটস ড্রিম
কমেডি অব এররস
মেকবেথ