ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 'ভ্রান্তিবিলাস' কোন নাটকের গদ্য অনুবাদ ?
মাচেন্ট অব ভেনিস
এ মিডসামার নাইটস ড্রিম
কমেডি অব এররস
মেকবেথ
Description (বিবরণ) :
প্রশ্ন: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 'ভ্রান্তিবিলাস' কোন নাটকের গদ্য অনুবাদ ?
ব্যাখ্যা:
দ্য কমেডি অফ এররস ( The Comedy of Errors) হল উইলিয়াম শেকসপিয়র রচিত প্রথম নাটকগুলির অন্যতম। তাঁর কমেডিগুলির মধ্যে এটিই সংক্ষিপ্ততম এবং সর্বাধিক হাস্যরসোদ্দীপক। এই নাটকের হাস্যরসের প্রধান উৎস ভাঁড়ামি ও পরিচয় - বিভ্রান্তি এবং সেই সঙ্গে যমক ও শব্দক্রীড়ার ব্যবহার। শেকসপিয়র রচিত এই দ্য কমেডি অফ এররস ও দ্য টেম্পেস্ট নাটক দু’টিতেই কেবল অ্যাসিস্টটলীয় সময় - ঐক্যের নীতিটি (অর্থাৎ, নাটকীয় ঘটনাবস্তুর সময়কাল অনধিক চব্বিশ ঘণ্টা) অনুসৃত হয়েছে। সমগ্র বিশ্বে এই নাটকটি একাধিক অপেরা, মঞ্চ প্রযোজনা, চলচ্চিত্র ও মিউজিক্যাল থিয়েটারে অভিযোজিত হয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 'ভ্রান্তিবিলাস' “দ্য কমেডি অফ এররস “ নাটকের গদ্য অনুবাদ ।
Related Question
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধী প্রদান করেন?
সংস্কৃত কলেজ
প্রেসিডেন্সী কলেজ
ফোর্ট উইলিয়াম কলেজ
কলকাতা বিশ্ববিদ্যালয়
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ' ভ্রান্তিবিলাস' কোন নাটকের গদ্য অনুবাদ?
মার্চেন্ট অব ভেনিস
কমেডি অব এররস
অ্যা মিডসামার নাইটস ড্রিম
টেমিং অব দ্য শ্রু
কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী?
স্মৃতি কথামালা
আত্মচরিত
আত্মকথা
আমার কথা
নিম্নোক্ত কোন রচনাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের?
প্রভাত সঙ্গীত
সন্ধ্যা সঙ্গীত
প্রভাবতী সম্ভাষণ
প্রান্তিক
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 'বিদ্যাসাগর' উপাধি দেয়--
হিন্দু কলেজ
ইংরেজি কলেজ
সংস্কৃত কলেজ
প্রেসিডেন্সি কলেজ
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন গ্রন্থটি বাংলায় অনুবাদ করেন?
হেক্টর বধ
ইডিপাস
মুখরা রমণী বশীকরণ
ভ্রান্তিবিলাস