চীন প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায় --
১৯৬৪ সালে
১৯৫৮ সালে
১৯৫৪ সালে
১৯৫০ সালে
Description (বিবরণ) :
প্রশ্ন: চীন প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায় --
ব্যাখ্যা:
১৯৬৪ সালের ১৬ই অক্টোবর চীনের প্রথম পারমাণবিক বোমার সফল বিস্ফোরন ঘটানো হয়।
সেই দিন বিকেল তিনটায় এই পারমাণবিক পরীক্ষা চালানো হয় পশ্চিম চীনের মরুভূমিতে।
এই পারমাণবিক পরীক্ষার সাফল্যের খবর পেয়ে চীনের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটি ও রাষ্ট্রীয় পরিষদ যৌথভাবে পাঠানো এক তারবার্তায় চীনের প্রথম পারমাণবিক পরীক্ষায় নিয়োজিত সব বিজ্ঞানী ,প্রকৌশলী, গণ মুক্তি ফৌজের সামরিক অফিসার ও সৈন্য এবং প্রতিরক্ষা কার্যক্রমে নিয়োজিত সবকর্মীদের উঞ্চ অভিনন্দন জানায়।
Related Question
বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে-----
বিজয়পুরে
রানীগঞ্জে
টেকেরহাটে
বিয়ানী বাজারে
পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক------
ভরতচন্দ্র রায়
দৌলত কাজী
ফকির গরিবুল্লাহ।
আব্দুল হাকিম
চীন- বাংলাদেশে মৈত্রী সেতু-১ নির্মাণের প্রধান উদ্দেশ্য----
ঢাকা শহরকে নদীর ওপারে বিস্তৃত করা
বাংলাদেশ ও চীনের মধ্যে সুসম্পর্কের স্থায়ী বন্ধন সৃষ্টি করা
ঢাকা-আরিচা রোডে যানবাহন চলাচলের চাপ কমানো
দেশের দক্ষিণ অঞ্চলের সাথে ঢাকার পরিবহন ব্যবস্থা উন্নত করা
প্রাচীন 'চন্দ্রদ্বীপ' -এর বর্তমান নাম------
মালদ্বীপ
সন্দ্বীপ
বরিশাল
হাতিয়া
বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি-----
শাহ মুহম্মদ সগীর
সাবিরিদ খান
শেখ ফয়জুল্লাহ
মুহাম্মদ কবীর
মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য -----
ইউসুফ জুলেখা
রসুল বিজয়
নূরনামা
শবে মেরাজ