মধুসূদন দত্তের “মেঘনাদবধ” কাব্যের উৎস কি?

রামায়ণ

মহাভারত

ভগবৎ

কুমারসম্ভব


Description (বিবরণ) :

প্রশ্ন: মধুসূদন দত্তের “মেঘনাদবধ” কাব্যের উৎস কি?

ব্যাখ্যা:

মাইকেল মধুসূদন দত্তের 'মেঘনাদবধ' মহাকাব্যের কাহিনীর উৎস সংস্কৃত মহাকাব্য রামায়ণ। বাংলা সাহিত্যের সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ মহাকাব্য টি অমিত্রাক্ষর ছন্দে রচিত। এ কাব্যে স্বর্গ রয়েছে নাটি। এটি একটি বীররসের কাব্য।


Related Question

মধুসূদন দত্ত রচিত 'বীরাঙ্গনা' -----

মহাকাব্য

পত্রকাব্য

গীতিকাব্য

আখ্যানকাব্য

মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কোনটি?

তিলোত্তমা কাব্য

মেঘনাদ বধ কাব্য

বেতাল পঞ্চবিংশতি

বীরাঙ্গনা

কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য?

ব্রজাঙ্গনা

বিলাতের পত্র

বীরাঙ্গনা

হিমালয়

মাইকেল মধুসূদন দত্তের 'তিলোত্তমাসম্ভব কাব্য' একটি-

পত্রকাব্য

কাহিনীকাব্য

মহাকাব্য

খন্ড কবিতার সংকলন