কোন গ্রন্থটি ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়েছিল?

মেঘনাদবধ কাব্য

দুর্গেশনন্দিনী

নীলদর্পণ

অগ্নিবীণা


Description (বিবরণ) :

প্রশ্ন: কোন গ্রন্থটি ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়েছিল?

ব্যাখ্যা:

নীলদর্পণ গ্রন্থটি ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়েছিল।

নীলদর্পণ

নীল দর্পণ হল দীনবন্ধু মিত্র রচিত একটি বাংলা নাটক। এই নাটকের পটভূমি নীল চাষের জন্য সাধারণ কৃষকদের উপর ইংরেজ শাসকদের অত্যাচার ও নিপীড়ন।

নীলদর্পণ নাটকের চরিত্রসমূহ

  • গোলকচন্দ্র বসু, একজন সম্ভ্রান্ত লোক
  • নবীন মাধব, গোলক বসুর বড় ছেলে
  • বিন্দু মাধব, গোলক বসুর ছোট ছেলে
  • সাধু চরণ, গোলকের প্রতিবেশী রাইয়ত
  • রায় চরণ, সাধু চরণের ছোট ভাই
  • গোপীনাথ, নীলকরের দেওয়ান
  • তোরাপ, একজন প্রতিবাদী চরিত্র
  • আই আই উড, প্রধান নীলকর
  • পি পি রোগ, উডের ছেলে
  • জমির পরিমাপকারী
  • আমিন খালাসী, নীল সংগ্রাহক
  • সাবিত্রী, গোলক বসুর স্ত্রী
  • সৈরিন্দ্রী, নবীন মাধবের স্ত্রী
  • সরলতা, বিন্দু মাধবের স্ত্রী
  • রেবতী, সাধু চরণের স্ত্রী
  • ক্ষেত্রমনি, সাধুচরণ ও রেবতীর মেয়ে
  • আদুরি, গোলকের বাড়ির কাজের মেয়ে
  • পদী ময়রানী, বিনোদনকারিনী
  • রায় চরণ

Related Question

রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক?

চোখের বালি

বলাকা

ঘরে-বাইরে

রক্তকরবী

কোন গ্রন্থটি এয়াকুব আলী চৌধুরী প্রণীত?

মোস্তফা রচিত

নয়াজাতির স্রষ্টা হযরত মোহাম্মদ

বিশ্বনবী

মানব-মুকুট

রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি উপন্যাস?

শেষের কবিতা

বলাকা

ডাকঘর

কালান্তর

কোন গ্রন্থটির রচয়িতা এস ওয়াজেদ আলী?

আশা-আকাঙ্ক্ষার সমর্থনে

ভবিষ্যতের বাঙালি

উন্নত জীবন

সভ্যতা

কোন গ্রন্থটি মহাকাব্য?

অবকাশ রঞ্জিনী

বৃত্রসংহার

বিরহ বিলাপ

বীরাঙ্গনা কাব্য

কোন গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত?

হরতাল

পালাবদল

উত্তীর্ণ পঞ্চাশে

অন্বিষ্ট স্বদেশ