মাইকেল মধুসূদন দত্ত’র নাটক কোনটি?
কৃষ্ণকান্তের উইল
কৃষ্ণকুমারী
পলাশীর যুদ্ধ
ভদ্রার্জুন
Description (বিবরণ) :
প্রশ্ন: মাইকেল মধুসূদন দত্ত’র নাটক কোনটি?
ব্যাখ্যা: 'কৃষ্ণকুমারী' (১৮৬১) মাইকেল মধুসূদন দত্তের নাটক । লেখকের উল্লেখযোগ্য নাটক - পদ্মাবতী (১৮৬০) ,শর্মিষ্ঠা (১৮৫৮) । 'কৃষ্ণকান্তের উইল' উপন্যাসটি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায় । বাংলাভাষার প্রথম মৌলিক নাটক 'ভদ্রার্জুন ' (১৮৫২) রচনা করেন তারাচরণ সিকদার।
Related Question
মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেম প্রবল প্রকাশ ঘটেছে ------
মহাকাব্যে
নাটকে
পত্রকাব্যে
সনেটে
মাইকেল অ্যাঞ্জেলো কোন দেশের শিল্পী?
অস্ট্রিয়া
গ্রিস
সুইডেন
ইতালি
মাইকেল মধুসূদন দত্তের ' বীরাঙ্গনা কাব্য ' কোন ধরনের কাব্য?
মহাকাব্য
সনেট
পত্রকাব্য
গীতিকাব্য
মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কোনটি?
তিলোত্তমা কাব্য
মেঘনাদ বধ কাব্য
বেতাল পঞ্চবিংশতি
বীরাঙ্গনা
কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য?
ব্রজাঙ্গনা
বিলাতের পত্র
বীরাঙ্গনা
হিমালয়
মাইকেল মধুসূদন দত্তের 'তিলোত্তমাসম্ভব কাব্য' একটি-
পত্রকাব্য
কাহিনীকাব্য
মহাকাব্য
খন্ড কবিতার সংকলন