প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা---
রাজশাহী
দিনাজপুর
খুলনা
চট্টগ্রাম
Description (বিবরণ) :
প্রশ্ন: প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা---
ব্যাখ্যা: গৌড়, বঙ্গ, পুণ্ড্র , হরিকেল, সমতট, বরেন্দ্র , তাম্রলিপ্ত ও চন্দ্রদ্বীপ প্রভৃতি জনপদ নিয়ে গড়ে উঠেছিল সিলেট ও চট্রগ্রামের অংশবিশেষ নিয়ে। বগুড়া, দিনাজপুর ও রাজশাহী জেলা পুণ্ড্র জনপদের অন্তর্ভুক্ত ছিল।
Related Question
পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক------
ভরতচন্দ্র রায়
দৌলত কাজী
ফকির গরিবুল্লাহ।
আব্দুল হাকিম
প্রাচীন 'চন্দ্রদ্বীপ' -এর বর্তমান নাম------
মালদ্বীপ
সন্দ্বীপ
বরিশাল
হাতিয়া
বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি-----
শাহ মুহম্মদ সগীর
সাবিরিদ খান
শেখ ফয়জুল্লাহ
মুহাম্মদ কবীর
মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য -----
ইউসুফ জুলেখা
রসুল বিজয়
নূরনামা
শবে মেরাজ
প্রাচীনতম বাঙালি মুসলমান কবি কে?
আলাওল
সৈয়দ সুলতান
মুহাম্মদ খান
শাহ মুহাম্মদ সগীর
বাংলা লিপির উদ্ভব হয়েছে কোন প্রাচীন লিপি থেকে?
নাগরী লিপি
শ্যামী লিপি
সিংহলী লিপি
ব্রাক্ষী লিপি