'পদ্মানদীর মাঝি' মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি ---
উপন্যাস
নাটক
গল্প
ভ্রমণ কাহিনী
Description (বিবরণ) :
প্রশ্ন: 'পদ্মানদীর মাঝি' মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি ---
ব্যাখ্যা:
পদ্মা নদীর মাঝি (১৯৩৬) মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত উপন্যাস । এটি ১৯৩৪ সাল থেকে পূর্বাশা পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। পদ্মা তীরবর্তী ধীবর জীবন উপন্যাসটির মূল উপজীব্য।
Related Question
মানিক বন্দোপাধ্যায়ের 'পদ্মানদীর মাঝি' নামক উপন্যাসের উপজীব্য -------
মাঝি-মাল্লার সংগ্রামশীল জীবন
জেলে-জীবনের বিচিত্র সুখ-দুঃখ
চাষী-জীবনের করুণ চিত্র
চরবাসীদের দুঃখী-জীবন
' পদ্মানদীর মাঝী' উপন্যাসে অংকিত হয়েছে-
কৃষক জীবন
ধীবর জীবন
বৈশ্য জীবন
নারীর জীবন
'পদ্মানদীর মাঝি' উপন্যাসে শীতল বাবুর স্ত্রীর নাম কি?
মালা
যুগী
কপিলা
ময়না
পদ্মানদীর মাঝি কার রচনা?
ফররুখ আহমেদ
মানিক বন্দোপাধ্যায়
জসীমউদ্দীন
কোনটিই নয়
পদ্মানদীর একটি শাখা নদী হচ্ছে--
মেঘনা
গড়াই
তিতাস
বুড়িগঙ্গা
'পদ্মানদীর মাঝি' কার লেখা?
মুনীর চৌধুরী
মানিক বন্দ্যোপাধ্যায়
শরৎচন্দ্র
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়