পদ্মানদীর একটি শাখা নদী হচ্ছে--

মেঘনা

গড়াই

তিতাস

বুড়িগঙ্গা


Description (বিবরণ) :

প্রশ্ন: পদ্মানদীর একটি শাখা নদী হচ্ছে--

ব্যাখ্যা:

পদ্মার প্রধান উপনদী মহানন্দা এবং পুনর্ভবা মহানন্দা উপনদীটি চাঁপাইনবাবগঞ্জ জেলা এবং পুনর্ভবা বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মার বিভিন্ন শাখানদীর মধ্যে গড়াই, বড়াল আড়িয়াল খাঁ, কুমার, মাথাভাঙ্গা, ভৈরব ইত্যাদি অন্যতম আবার পদ্মার বিভিন্ন প্রশাখা নদীসমূহ হলো - মধুমতী, পশুর, কপোতাক্ষ ইত্যাদি এই নদীগুলো কুষ্টিয়া, রাজবাড়ী, যশোর, ঝিনাইদহ, নড়াইল, মাগুরা, বাগেরহাট, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর বরিশাল, পটুয়াখালি ইত্যাদি জেলার উপর দিয়ে বিস্তৃতি লাভ করেছে


Related Question

মানিক বন্দোপাধ্যায়ের 'পদ্মানদীর মাঝি' নামক উপন্যাসের উপজীব্য -------

মাঝি-মাল্লার সংগ্রামশীল জীবন

জেলে-জীবনের বিচিত্র সুখ-দুঃখ

চাষী-জীবনের করুণ চিত্র

চরবাসীদের দুঃখী-জীবন

' পদ্মানদীর মাঝী' উপন্যাসে অংকিত হয়েছে-

কৃষক জীবন

ধীবর জীবন

বৈশ্য জীবন

নারীর জীবন

পদ্মানদীর মাঝি কার রচনা?

ফররুখ আহমেদ

মানিক বন্দোপাধ্যায়

জসীমউদ্দীন

কোনটিই নয়

'পদ্মানদীর মাঝি' কার লেখা?

মুনীর চৌধুরী

মানিক বন্দ্যোপাধ্যায়

শরৎচন্দ্র

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়