'পদ্মানদীর মাঝি' উপন্যাসে শীতল বাবুর স্ত্রীর নাম কি?

মালা

যুগী

কপিলা

ময়না


Description (বিবরণ) :

প্রশ্ন: 'পদ্মানদীর মাঝি' উপন্যাসে শীতল বাবুর স্ত্রীর নাম কি?

ব্যাখ্যা:

পদ্মানদীর মাঝি ঔপন্যাসিক মানিক বন্দোপাধ্যায় রচিত উপন্যাসগুলোর মধ্যে সর্বাধিক পঠিত, আলোচিত ও একাধিক বিদেশী ভাষায় অনূদিত জনপ্রিয় একটি উপন্যাস। প্রকাশকালের আনুমানিক হিসাবে পুতুলনাচের ইতিকথাকে তৃতীয় উপন্যাস ধরলে পদ্মানদীর মাঝি মানিক বন্দোপাধ্যায়ের চতুর্থ উপন্যাস। উপন্যাসটি ১৯৩৪ সাল থেকে পূর্বাশা পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে এবং ১৯৩৬ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়। প্রকাশিত হওয়ার পরে ভারতীয় উপন্যাসগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভাষায় অনূদিত হওয়ার গৌরব লাভ করে এই উপন্যাসটি। ভারতের একাধিক প্রাদেশিক ভাষাসহ ইংরেজি, চেক, হাঙ্গেরিয়ান, রুশ, লিথুয়ানিয়ান, নরওয়েজিয়ান ও সুইডিশ ভাষায় এই উপন্যাসের অনুবাদ প্রকশিত হয়।

এই উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে পদ্মানদীর মাঝি চলচ্চিত্রটি।


Related Question

মানিক বন্দোপাধ্যায়ের 'পদ্মানদীর মাঝি' নামক উপন্যাসের উপজীব্য -------

মাঝি-মাল্লার সংগ্রামশীল জীবন

জেলে-জীবনের বিচিত্র সুখ-দুঃখ

চাষী-জীবনের করুণ চিত্র

চরবাসীদের দুঃখী-জীবন

' পদ্মানদীর মাঝী' উপন্যাসে অংকিত হয়েছে-

কৃষক জীবন

ধীবর জীবন

বৈশ্য জীবন

নারীর জীবন

পদ্মানদীর মাঝি কার রচনা?

ফররুখ আহমেদ

মানিক বন্দোপাধ্যায়

জসীমউদ্দীন

কোনটিই নয়

পদ্মানদীর একটি শাখা নদী হচ্ছে--

মেঘনা

গড়াই

তিতাস

বুড়িগঙ্গা

'পদ্মানদীর মাঝি' কার লেখা?

মুনীর চৌধুরী

মানিক বন্দ্যোপাধ্যায়

শরৎচন্দ্র

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়