একটি বৃত্তের একটি চাপের উপর অঙ্কিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কত অংশ ?
অর্ধেক
দ্বিগুণ
সমান
Description (বিবরণ) :
প্রশ্ন: একটি বৃত্তের একটি চাপের উপর অঙ্কিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কত অংশ ?
ব্যাখ্যা:
উপপাদ্যঃ বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।
Related Question
একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে ১৩২ সেন্টিমিটার ও ১৩৮৬ বর্গসেন্টিমিটার। বৃত্তটির বৃহত্তম জ্যা-এর দৈর্ঘ্য কত?
৬৬ সেন্টিমিটার
৪২ সেন্টিমিটার
২১ সেন্টিমিটার
২২ সেন্টিমিটার
একটি বৃত্তের ব্যাস দ্বিগুণ করলে বৃত্তটির ক্ষেত্রফল হবে ---
দ্বিগুণ
তিন গুণ
চার গুণ
একই থাকবে
একটি বৃত্তের ক্ষেত্রফল ৯ গুণ বৃদ্ধি করলে ব্যাসার্ধ কত গুণ বৃদ্ধি পাবে?
৩ গুণ
৬ গুণ
৯ গুণ
১৮ গুণ
একটি বৃত্তের ব্যাসার্ধ যদি ২০% কমে, তবে উক্ত বৃত্তের ক্ষেত্রফল-
১৩% কমবে
২০% কমবে
৩৬% কমবে
একটি বৃত্তের ক্ষেত্রফল ১৬ বর্গমিটার, পরিধি ৮ মিটার, বৃত্তটির ব্যাসার্ধ কত?
২ মিটার
৩ মিটার
৪ মিটার
৫ মিটার