'দুই বিঘা জমি' কবিতাটি রচনা করেছেন ---।
কবি জসীমউদ্দীন
কবি রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
কায়কোবাদ
কবি নির্মলেন্দু গুণ
Description (বিবরণ) :
প্রশ্ন: 'দুই বিঘা জমি' কবিতাটি রচনা করেছেন ---।
ব্যাখ্যা:
'দুই বিঘা জমি' কবিতাটি রচনা করেছেন - - কবি রবীন্দ্রনাথ ঠাকুর।
দুই বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ব্যঙ্গাত্মক কবিতা। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের " চিত্রা" নামক কাব্যগ্রন্থের একটি কবিতা। বাংলার গ্রামীণ সমাজের শ্রেণীবিভেদ আর দুর্বলের উপর সবলের অনাচার - অবিচার নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতাটি লিখেছেন।
এই কবিতায় গরীব শ্রেণীর অসহায়ত্বের দিক দেখানো হয়েছে। এখানে একটি লোকের জমি জোর করে জমিদার এর দখলে নেওয়ার ঘটনা অতি নিপুণভাবে কবিতার ছন্দে বলা হয়েছে। এই কবিতার উপর ভিত্তি করে হিন্দি দো বিঘা জমিন চলচ্চিত্রটি নির্মাণ করা হয়।
Related Question
১৯৯৭ সালে এশিয়ার কোন রাষ্ট্রে 'একদেশ, দুই নীতি' চালু হবে?
লাওস
ভিয়েতনাম
মঙ্গোলিয়া
গণচীন
'দুই এবং নব্বই'= বিরানব্বই' কোন ধরনের সমাসের উদাহরণ
প্রাদি সমাস
দ্বিগু সমাস
অব্যয়ীভাব সমাস
নিত্য সমাস
যার দুই হাত সমান চলে (এক কথায় প্রকাশ কর)
সব্যসাচী
দোহাতী
হাতটান
কোনটিই নয়
কাবাডি খেলায় দুই অর্ধের মধ্যে কত মিনিট বিরতি দেয়া হয়?
৫ মিনিট
৭ মিনিট
১০ মিনিট
১৫ মিনিট
দুইটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুইটি সর্বসম নাও হতে পারে ?
দুইটি বাহু ও এককোণ
তিনটি বাহু
এক বাহু ও দুইটি কোণ
তিনটি কোণ
'শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই'- এখানে 'ভুঁই' কোন কারকে কোন বিভক্তি?
কর্মে ৭মী
করণে শূন্য
কর্মে শূন্য
অধিকরণে ৭মী