ক্রিয়া পদের মূল অংশ কে কি বলে?
বিভক্তি
প্রত্যয়
ধাতু
অব্যয়
বিসর্গ
Description (বিবরণ) :
প্রশ্ন: ক্রিয়া পদের মূল অংশ কে কি বলে?
ব্যাখ্যা:
ক্রিয়া পদের মূল অংশ কে ধাতু বলে।
যে ক্ষুদ্রতম ধ্বনি - সমষ্টি ক্রিয়ার বস্তু বা গুণ বা অবস্থান বুঝায় তাকে ধাতু বলে।
যেমন - 'করা' ক্রিয়ার মূল 'কর্' একটি ধাতু। ধাতু নির্দেশ করতে ব্যবহৃত চিহ্নটিকে (√)করণী বলে।
Related Question
ক্রিয়া পদের মূল অংশকে বলা হয়----
বিভক্তি
ধাতু
প্রত্যয়
কৃৎ
'পার হইয়া' এই ক্রিয়া পদের সাধু রূপটি চলিত রূপে রূপান্তর করলে হবে?
পার হয়ে
পারায়ে
পেরিয়ে
পার হইয়ে
ক্রিয়া পদের মূল অংশকে বলা হয় ----
বিভক্তি
ধাতু
প্রত্যয়
কৃৎ
’পার হইয়া’ এই ক্রিয়া পদের সাধু রূপটি চলিত রূপে রূপান্তর করলে হবে :
পার হয়ে
পারায়ে
পেরিয়ে
পার হইয়ে
ক্রিয়া পদের মূল অংশটি কি ?
বিভক্তি
ধাতু
প্রত্যয়
কৃৎ
ক্রিয়া পদের সাথে সম্পর্কযুক্ত পদকে কি বলে ?
সমাস
কারক
বিশেষণ
সন্ধি