ক্রিয়া পদের মূল অংশকে বলা হয় ----

বিভক্তি

ধাতু

প্রত্যয়

কৃৎ


Description (বিবরণ) :

প্রশ্ন: ক্রিয়া পদের মূল অংশকে বলা হয় ----

ব্যাখ্যা:

যা থেকে ক্রিয়াপদের জন্ম সেটাই ধাতু। যেমন, করি, একটি ক্রিয়াপদ। একে বিশ্লেষণ করলে পাওয়া যায় কর + ই। কর ক্রিয়াপদের. মূল অংশ, এটিই ধাতু। সংজ্ঞা : ক্রিয়াপদের মূল অংশকেই ধাতু বলে। অর্থাৎ ক্রিয়ার মূল অর্থ যার মধ্য দিয়ে প্রকাশ পায় তাকেই ধাতু বলে। যেমন - ক, চল, পড়ু, এগুলাে ধাতুর উদাহরণ।


Related Question

ক্রিয়া পদের মূল অংশকে বলা হয়----

বিভক্তি

ধাতু

প্রত্যয়

কৃৎ

ক্রিয়া পদের মূল অংশ কে কি বলে?

বিভক্তি

প্রত্যয়

ধাতু

অব্যয়

বিসর্গ

ক্রিয়া পদের মূল অংশটি কি ?

বিভক্তি

ধাতু

প্রত্যয়

কৃৎ