রোকেয়া সাখাওয়াত হোসেনের ‘মতিচূর’ কোন ধরনের রচনা?

প্রবন্ধ

উপন্যাস

নাটক

আত্মজীবনী


Description (বিবরণ) :

প্রশ্ন: রোকেয়া সাখাওয়াত হোসেনের ‘মতিচূর’ কোন ধরনের রচনা?

ব্যাখ্যা: মুসলিম নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত প্রবন্ধগ্রন্থ 'মতিচূর ' (১ম খণ্ড ১৯০৪; ২য় খণ্ড ১৯২২) দুই খণ্ডে প্রকাশিত হয় । তার আরেকটি প্রবন্ধ 'অবরোধবাসিনী' । তার রচিত দুটি উপন্যাস 'সুলতানার স্বপ্ন' ও 'পদ্মরাগ' ।


Related Question

বেগম রোকেয়ার রচনা কোনটি?

ভাষা ও সাহিত্য

আয়না

লালসালু

অবরোধবাসিনী

বেগম রোকেয়ার রচনা কোনটি?

আলোছায়া

কেয়ার কাঁটা

পদ্মরাগ

রূপছন্দা

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি?

পল্লীসমাজ

শেষ প্রশ্ন

পদ্মরাগ

পরিনীতা

কোন গ্রন্থখানি বেগম রোকেয়ার লেখা?

প্রপঞ্চ

দেয়াল

মৃত্যুক্ষুধা

মতিচুর

রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত উপন্যাস-

পদ্মরাগ

পদ্মাবতী

মতিচূর

মতিবহল

কোনটি বেগম রোকেয়ার রচনা ?

পদ্মরাগ

নারী

মাটির কান্না

অমরাবতী