'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে'- রচনাটি কার কাব্য থেকে নেয়া?

মুকুন্দরাম চক্রবর্তী

ভারতচন্দ্র রায়গুণাকর

কামিনী রায়

শামসুর রাহমান


Description (বিবরণ) :

প্রশ্ন: 'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে'- রচনাটি কার কাব্য থেকে নেয়া?

ব্যাখ্যা:

নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ভারতচন্দ্র রায় গুনাকর এই উক্তিটি রচনা করেন। তিনি ঈশ্বরী পাটনী চরিত্রের মুখ দিয়ে এই কথা বলিয়েছেন।


Related Question

'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে' এ প্রার্থনাটি করেছেঃ

ভাঁড়ু দত্ত

চাঁদ সওদাগর

ঈশ্বরী পাটনী

নলকুবের

' আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে' লাইনটি নিম্নোক্ত একজনের কাব্যে পাওয়া যায় -----

মুকুন্দরাম চক্রবর্তী

ভারতচন্দ্র রায়

মদনমোহন তর্কালঙ্কার

কামিনী রায়

' আমার সন্তান যেন থাকে দুধেভাতে' এ প্রার্থনাটি করেছে -----

ভাঁডুদত্ত

চাঁদ সওদাগর

ঈশ্বরী পাটনী

নলকুবের

'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে' , এ পঙক্তির স্রষ্টা কে?

মুকুন্দরাম চক্রবর্তী

দৌলত কাজী

ভারতচন্দ্র

আলাওল

“আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে” চরণটি কোন কাব্যের?

মনসামঙ্গল

ধর্মমঙ্গল

অন্নদামঙ্গল

চন্ডীমঙ্গল

'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে'- এই প্রার্থনা কার?

ভাড়ু দত্ত

চাঁদ সওদাগর

ঈশ্বরী পাটনী

নল্কুবের