'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে'- এই প্রার্থনা কার?
ভাড়ু দত্ত
চাঁদ সওদাগর
ঈশ্বরী পাটনী
নল্কুবের
Description (বিবরণ) :
প্রশ্ন: 'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে'- এই প্রার্থনা কার?
ব্যাখ্যা:
‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’ উক্তিটি করেছিলেন ঈশ্বরী পাটনি। ইক্তিটি পাওয়া যায় ভারতচন্দ্র রায়গুণাকরের ‘অন্নদামঙ্গল’ কাব্যে। ‘ভাডু দত্ত’ চন্ডীমঙ্গলের এবং ‘চাঁদ সওদাগর’ পদ্মপুরাণের বিখ্যাত চরিত্র।
Related Question
'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে' এ প্রার্থনাটি করেছেঃ
ভাঁড়ু দত্ত
চাঁদ সওদাগর
ঈশ্বরী পাটনী
নলকুবের
' আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে' লাইনটি নিম্নোক্ত একজনের কাব্যে পাওয়া যায় -----
মুকুন্দরাম চক্রবর্তী
ভারতচন্দ্র রায়
মদনমোহন তর্কালঙ্কার
কামিনী রায়
' আমার সন্তান যেন থাকে দুধেভাতে' এ প্রার্থনাটি করেছে -----
ভাঁডুদত্ত
চাঁদ সওদাগর
ঈশ্বরী পাটনী
নলকুবের
'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে' , এ পঙক্তির স্রষ্টা কে?
মুকুন্দরাম চক্রবর্তী
দৌলত কাজী
ভারতচন্দ্র
আলাওল
“আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে” চরণটি কোন কাব্যের?
মনসামঙ্গল
ধর্মমঙ্গল
অন্নদামঙ্গল
চন্ডীমঙ্গল
”আমার সন্তান যেন থাকে দুধে ভাতে” কার রচনা?
কানাহরিদত্ত
ভারত চন্দ্র
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম