বিদেশি উপসর্গজাত শব্দের দৃষ্টান্ত -

পাতিলেব

দরদালান

হাভাতে

ছিঁককাঁদুনে


Description (বিবরণ) :

প্রশ্ন: বিদেশি উপসর্গজাত শব্দের দৃষ্টান্ত -

ব্যাখ্যা: বিদেশি উপসর্গজাত শব্দ দরদালান। দর’ ফারসি ভাষার উপসর্গ। ফারসি ভাষার আরো কয়েকটি উপসর্গ: কার, না, নিম, ফি, বদ, বে, বর, বা, কম। আরবি ভাষার কয়েকটি উপসর্গ: আম, খাস, লা, গর। অন্যদিকে পাতিলেবু ও হাভাতে বাংলা উপসর্গজাত শব্দ।


Related Question

কোন বিদেশি সাহিত্যিক মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীরপ্রতীক খেতাব লাভ করেন ?

জ্যা পল সাত্রে

ক্লডে সিমোন

ডব্লিউ এ এস ওডারল্যান্ড

কেউ নয়

প্রচলিত বিদেশি শব্দের ভাবানুমূলক প্রতিশব্দকে কী বলে?

অপিনিহিত

পারিভাষিক শব্দ

রূঢ়ি শব্দ

তৎসম শব্দ

কোন বিদেশি সাংবাদিক ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি বর্বরতার খবর বহিবিশ্বে প্রকাশ করেন?

হেজেল হাস্ব

মাকর্টালি

সাইমন ড্রিং

অ্যান্থনি মাসকারেনহাস

কোন বিদেশি মিশনের প্রথম বাংলাদেশে পতাকা উত্তোলিত হয়?

লন্ডন

কলকাতা

টোকিও

ওয়াশিংটন

কোনোটিই নয়

'বীর প্রতীক' খেতাবপ্রাপ্ত একমাতে বিদেশি মুক্তিযোদ্ধা ---

উইলিয়াম এ এস ওডারল্যান্ড

মার্ক টালি

আন্দ্রে মালরো

এডওয়ার্ড কেনেডি