ক্রিয়া সম্পাদনের সময়কে কী বলে?
কারক
কাল
মহাকাল
প্রতিপাদিক
Description (বিবরণ) :
প্রশ্ন: ক্রিয়া সম্পাদনের সময়কে কী বলে?
ব্যাখ্যা: ক্রিয়া সংঘটনের সময়কে ‘কাল’ বলে। যেমনঃ আমরা বই পড়ি। ‘পড়া’ ক্রিয়াটি এখন অর্থাৎ বর্তমানে সংঘটিত হচ্ছে। আবার, কাল তুমি শহরে গিয়েছিলে। ‘যাওয়া’ ক্রিয়াটি পূর্বে অর্থাৎ অতীতে সম্পন্ন হয়েছে। আর, আগামীকাল স্কুল বন্ধ থাকবে। ‘বন্ধ থাকা’ কাজটি পরে বা ভবিষ্যতে সম্পন্ন হবে। সুতরাং ক্রিয়া, বর্তমান, অতীত বা ভবিষ্যতে সম্পন্ন হওয়ার সময় নির্দেশই ক্রিয়ার কাল ।
Related Question
ক্রিয়া পদের মূল অংশকে বলা হয়----
বিভক্তি
ধাতু
প্রত্যয়
কৃৎ
'পার হইয়া' এই ক্রিয়া পদের সাধু রূপটি চলিত রূপে রূপান্তর করলে হবে?
পার হয়ে
পারায়ে
পেরিয়ে
পার হইয়ে
মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয় -----
পরমাণু
ইলেকট্রন
অণু
প্রোটন
ক্রিয়া পদের মূল অংশকে বলা হয় ----
বিভক্তি
ধাতু
প্রত্যয়
কৃৎ
বাংলাদেশে আর্সেনিক দূষণ প্রতিক্রিয়া প্রথম কোন জেলায় ধরা পড়ে?
মেহেরপুর
দিনাজপুর
কুষ্টিয়া
চাঁপাইনবাবগঞ্জ
ফিউশন প্রক্রিয়ায় ------
একটি পরমাণু ভেঙ্গে প্রচন্ড শক্তি সৃষ্টি করে
একাধিক পরমাণু যুক্ত হয়ে নতুন পরমাণু গঠন করে
ভারী পরমাণু ভেঙ্গে দুটি পরমাণু গঠিত হয়
একটি পরমাণু ভেঙ্গে দুটি পরমাণু সৃষ্টি হয়