প্রাচীনতম বাঙালী মুসলমান কবি কে?

আলাওল

সৈয়দ সুলতান

শাহ মুহম্মদ সগীর

মুহম্মদ খান


Description (বিবরণ) :

প্রশ্ন: প্রাচীনতম বাঙালী মুসলমান কবি কে?

ব্যাখ্যা: শাহ মুহাম্মদ সগীর আনুমানিক ১৩ - ১৪ শতকের কবি। বাঙালি মুসলিম কবিদের মধ্যে তিনিই প্রাচীনতম। তিনি গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ এর রাজত্বকালে (১৩৮৯ - ১৪১১ খ্রিষ্টাব্দে) ইউসুফ - জোলেখা কাব্য রচনা করেন। কবি ছিলেন গিয়াসউদ্দিন আজম শাহের রাজকর্মচারী


Related Question

পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক------

ভরতচন্দ্র রায়

দৌলত কাজী

ফকির গরিবুল্লাহ।

আব্দুল হাকিম

বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি-----

শাহ মুহম্মদ সগীর

সাবিরিদ খান

শেখ ফয়জুল্লাহ

মুহাম্মদ কবীর

মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য -----

ইউসুফ জুলেখা

রসুল বিজয়

নূরনামা

শবে মেরাজ

প্রাচীনতম বাঙালি মুসলমান কবি কে?

আলাওল

সৈয়দ সুলতান

মুহাম্মদ খান

শাহ মুহাম্মদ সগীর

লোক সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি ?

ধাঁধা

ছড়া

প্রবাদ

গাথা কাহিনী

১৭২৫ সালে বিশ্বের প্রাচীনতম রেস্তোরাঁ চালু হয়েছিল ইউরোপের একটি শহরে, তার নাম এবং রেস্তোরাঁর নাম ----

ইতালির মিলান শহর, মালদিনীয়ানি

জার্মানির হামবুর্গ শহর, ক্যাসানোভা

স্পেনের মাদ্রিদ শহর, কাসা বোতিল

ফ্রান্সের টুলোন শহর, লাফ্রাসে