দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা ৩ বেশি। সংখ্যাটি এর অঙ্কদ্বয়ের সমষ্টির তিনগুণ অপেক্ষা ৪ বেশি। সংখ্যাটি কত?

৪৭

৩৬

২৫

১৪


Description (বিবরণ) :

প্রশ্ন: দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা ৩ বেশি। সংখ্যাটি এর অঙ্কদ্বয়ের সমষ্টির তিনগুণ অপেক্ষা ৪ বেশি। সংখ্যাটি কত?

ব্যাখ্যা:

ধরি, দশক স্থানীয় অঙ্ক = ক

সুতরাং একক স্থানীয় অঙ্ক = ক + ৩

সুতরাং সংখ্যাটি = ক + ৩ + ১০ক = ১১ক + ৩

প্রশ্নমতে,

১১ক + ৩ = ৩(ক + ক + ৩) + ৪

বা, ১১ক + ৩ = ৩(২ক + ৩) + ৪

বা, ১১ক + ৩ = ৬ক + ৯ + ৪

বা, ১১ক - ৬ক = ১৩ - ৩

বা, ৫ক = ১০

সুতরাং ক = ২

অতএব, সংখ্যাটি = ১১ ´ + ৩ = ২৫


Related Question

'দুই এবং নব্বই'= বিরানব্বই' কোন ধরনের সমাসের উদাহরণ

প্রাদি সমাস

দ্বিগু সমাস

অব্যয়ীভাব সমাস

নিত্য সমাস

যার দুই হাত সমান চলে (এক কথায় প্রকাশ কর)

সব্যসাচী

দোহাতী

হাতটান

কোনটিই নয়

'শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই'- এখানে 'ভুঁই' কোন কারকে কোন বিভক্তি?

কর্মে ৭মী

করণে শূন্য

কর্মে শূন্য

অধিকরণে ৭মী