জেকুয়েরি জাভাস্ক্রিপ্ট এঙ্গুলার এইচটিএমএল সিএসএস বুটস্ট্রাপ
লগইন
 

জেকুয়েরি slideUp() মেথড

« জেকুয়েরি ইফেক্ট মেথডসমূহ



সংজ্ঞা এবং ব্যবহার

slideUp() মেথডটি নির্দিষ্ট এলিমেন্টকে উপরে স্লাইড(হাইড) করে।

নোটঃ হাইড হওয়া এলিমেন্ট প্রদর্শিত হবে না (এছাড়াও এটি পেজের লে-আউটে কোনো প্রভাব ফেলবে না)।

টিপসঃ একটি এলিমেন্টকে নিচে স্লাইড করার জন্য slideDown() মেথডটি ব্যবহার করুন।


সিনট্যাক্স

$(selector).slideUp(speed,easing,callback)

প্যারামিটার ও তাদের ভ্যালু

নিচের টেবিলে slideUp() মেথডে ব্যবহৃত প্যারামিটার এবং প্যারামিটারের সম্ভাব্য ভ্যালু গুলো দেখানো হলোঃ

প্যারামিটার বিবরণ
speed ঐচ্ছিক। স্লাইড ইফেক্টের স্পিড নির্ধারন করে। ডিফল্ট ভ্যালু হচ্ছে 400 মিলিসেকেন্ড।

সম্ভাব্য ভ্যালুগুলো হলোঃ

  • milliseconds
  • "slow"
  • "fast"
easing ঐচ্ছিক। বিভিন্ন জায়গা থেকে কোন এলিমেন্টকে এনিমেশন করার স্পিডকে নির্ধারন করে। ডিফল্ট ভ্যালু হচ্ছে "swing"

সম্ভাব্য ভ্যালুগুলো হলোঃ

  • "swing"
  • "linear"
callback ঐচ্ছিক। slideUp() মেথডটি সম্পুর্ন হলে এই ফাংশনটি কাজ করবে।

কলব্যাক ফাংশন সম্পর্কে আরো জানতে আমাদের জেকুয়েরি কলব্যাক পেজে ভিজিট করুন।


slideUp() মেথড সংক্রান্ত উদাহরণ

হাইড হওয়া <p> এলিমেন্টকে উপরে স্লাইড করিঃ

উদাহরণ

<!DOCTYPE html>
<html>
  <head>
    <title>জেকুয়েরি উদাহরণ</title>
    <script src="https://ajax.googleapis.com/ajax/libs/jquery/3.1.1/jquery.min.js"></script>
    <script>
    $(document).ready(function(){
        $(".slideupBtn").click(function(){
            $("p").slideUp();
        });
        $(".slidedownBtn").click(function(){
            $("p").slideDown();
        });
    });
    </script>
  </head>
  <body>

    <p style="height:80px; background-color: teal;color: white;">এটি একটি প্যারাগ্রাফ।</p>

    <button class="slideupBtn">Slide Up</button>
    <button class="slidedownBtn">Slide Down</button>

</body>
</html>

ফলাফল




slideUp() মেথডে স্পিড প্যারামিটারের ব্যবহার

slideUp() মেথডে কিভাবে স্পিড প্যারামিটার ব্যবহার করা যায়, তা নিচের উদাহরণে দেখানো হলোঃ

উদাহরণ

<!DOCTYPE html>
<html>
  <head>
    <title>জেকুয়েরি উদাহরণ</title>
    <script src="https://ajax.googleapis.com/ajax/libs/jquery/3.1.1/jquery.min.js"></script>
    <script>
    $(document).ready(function(){
        $(".slideupBtn").click(function(){
            $("p").slideUp(2000);
        });
        $(".slidedownBtn").click(function(){
            $("p").slideDown(3000);
        });
    });
    </script>
  </head>
  <body>

    <p style="height:80px; background-color: teal;color: white;">এটি একটি প্যারাগ্রাফ।</p>

    <button class="slideupBtn">Slide Up</button>
    <button class="slidedownBtn">Slide Down</button>

</body>
</html>

ফলাফল




slideUp() মেথডে কলব্যাক প্যারামিটারের ব্যবহার

নির্বাচিত এলিমেন্টকে স্লাইড আপ এবং স্লাইড ডাউন করার সময় কিভাবে কলব্যাক প্যারামিটার ব্যবহার করা যায়, তা নিচের উদাহরণে দেখানো হলোঃ

উদাহরণ

<!DOCTYPE html>
<html>
  <head>
    <title>জেকুয়েরি উদাহরণ</title>
    <script src="https://ajax.googleapis.com/ajax/libs/jquery/3.1.1/jquery.min.js"></script>
    <script>
    $(document).ready(function(){
        $(".slideupBtn").click(function(){
            $("p").slideUp(2000, function(){
              alert("slideUp() মেথড সম্পন্ন হয়েছে!");
            });
        });
        $(".slidedownBtn").click(function(){
            $("p").slideDown(3000, function(){
              alert("slideDown() মেথড সম্পন্ন হয়েছে!");
            });
        });
    });
    </script>
  </head>
  <body>

    <p style="height:80px; background-color: teal;color: white;">এটি একটি প্যারাগ্রাফ।</p>

    <button class="slideupBtn">Slide Up</button>
    <button class="slidedownBtn">Slide Down</button>

</body>
</html>

ফলাফল




« জেকুয়েরি ইফেক্ট মেথডসমূহ