জেকুয়েরি জাভাস্ক্রিপ্ট এঙ্গুলার এইচটিএমএল সিএসএস বুটস্ট্রাপ
লগইন
 

জেকুয়েরি ইফেক্ট মেথড



ওয়েব পেজে এনিমেশন ইফেক্ট তৈরি করার জন্য জেকুয়েরি বিভিন্ন টেকনিক সরবরাহ করে। এতে রয়েছে সাধারণ এবং স্টান্ডার্ড এনিমেশন ইফেক্ট যেগুলো অধিকাংশ ওয়েব পেজে প্রতিনিয়ত ব্যবহৃত হয়। এছাড়া জেকুয়েরির মাধ্যমে আপনি কাস্টম বা নিজের মত করেও ইফেক্ট তৈরি করতে পারবেন।



এক নজরে জেকুয়েরি ইফেক্ট মেথডসমূহ

animate()

নির্বাচিত এলিমেন্টে কাস্টম এনিমেশন রান করে।

clearQueue()

নির্বাচিত এলিমেন্ট থেকে সকল ফাংশন(যেগুলো এখনো রান হয় নি) রিমুভ(remove) করে।

delay()

নির্বাচিত এলিমেন্টে ব্যবহৃত সকল ফাংশন দেরিতে এক্সিকিউট করার জন্য টাইমার সেট করে।

dequeue()

নির্বাচিত এলিমেন্ট সারির পরবর্তী ফাংশনটি এক্সিকিউট করে।

fadeIn()

নির্বাচিত এলিমেন্টকে ফেইড ইন করে।

fadeOut()

নির্বাচিত এলিমেন্টকে ফেইড আউট করে।

fadeTo()

নির্বাচিত এলিমেন্টে প্রদও opacity অনুযায়ী ফেইড ইন/আউট করে।

fadeToggle()

fadeIn() এবং fadeOut() মেথডের মধ্যে টোগল করে।

finish()

নির্বাচিত এলিমেন্টে চালু থাকা সকল এনিমেশন বন্ধ করে, অপেক্ষামান তালিকায় থাকা এনিমেশনকে রিমুভ করে এবং সকল এনিমেশন সম্পূর্ণ করে।

hide()

নির্বাচিত এলিমেন্টসমূহকে অদৃশ্য করে।

queue()

নির্বাচিত এলিমেন্টের জন্য অপেক্ষামান তালিকায় থাকা ফাংশনসমূহ প্রদর্শন করে।

show()

নির্বাচিত এলিমেন্টটিসমূহকে প্রদর্শন করে।

slideDown()

নির্বাচিত এলিমেন্টটিকে নিচের দিকে স্লাইড করে।

slideToggle()

slideUp() এবং slideDown() মেথডের মধ্যে টোগল করে।

slideUp()

নির্বাচিত এলিমেন্টটিকে উপরে উপরের দিকে স্লাইড করে।

stop()

নির্বাচিত এলিমেন্টে বর্তমানে রানিং এনিমেশন বন্ধ করে।

toggle()

hide() এবং show() মেথডের মধ্যে টোগল করে।