জেকুয়েরি জাভাস্ক্রিপ্ট এঙ্গুলার এইচটিএমএল সিএসএস বুটস্ট্রাপ
লগইন
 

জেকুয়েরি removeClass() মেথড


« জেকুয়েরি এইচটিএমএল/সিএসএস মেথডসমূহ


সংজ্ঞা এবং ব্যবহার

removeClass() মেথড নির্বাচিত এলিমেন্টের এক বা একাদিক ক্লাস নাম রিমুভ করে।

নোট: যদি কোন প্যারামিটার উল্লেখ করা না থাকে, এই মেথড নির্বাচিত এলিমেন্ট থেকে সকল ক্লাস নাম রিমুভ করে।


সিনট্যাক্স ও ব্যাখ্যা

$(selector).removeClass(classname,function(index,currentclass))

প্যারামিটার ও তাদের ভ্যালু

নিচের টেবিলে removeClass() মেথডে ব্যবহৃত প্যারামিটার এবং প্যারামিটারের সম্ভাব্য ভ্যালু গুলো দেখানো হলোঃ

প্যারামিটার বিররণ
classname ঐচ্ছিক। যেই এক বা একাদিক ক্লাস রিমুভ করা হবে সেটিকে নির্দেশ করে। একাধক ক্লাস রিমুভ করতে, স্পেস দিয়ে ক্লাস নাম আলাদা করুন।

নোট: যদি এই প্যারামিটার খালি হয় তাহলে সকল ক্লাস নাম রিমুভ হতে পারে।
function(index,currentclass) ঐচ্ছিক। একটি ফাংশন উল্লেখ করে, যা এক বা একাদিক ক্লাস নাম রিমুভ করে।
  • index - সেট এর মধ্যে এলিমেন্টের ইনডেক্স পজিশন রিটার্ন করে।
  • currentclass - নির্বাচিত এলিমেন্টের বর্তমান ক্লাস নাম রিটার্ন করে।

উদাহরণ

<!DOCTYPE html>
<html lang="en">
<head>
    <meta name="viewport" content="width=device-width, initial-scale=1">
    <title>জেকুয়েরির উদাহরণ</title>
<script src="http://ajax.googleapis.com/ajax/libs/jquery/3.1.1/jquery.min.js"></script>
 <script>
$(document).ready(function(){
    $("button").click(function(){
        $("p").removeClass("test");
    });
});
</script>
<style>
.test {
    font-size: 120%;
    color: green;
}
</style>
</head>
<body>

<h3>এটি হেডিং</h3>

<p class="test">এটি একটি প্যারাগ্রাফ।</p>
<p class="test">এটি অন্য আরেকটি প্যারাগ্রাফ।</p>

<button>সকল p এলিমেন্ট থেকে "test" ক্লাস রিমুভ করুন</button>

</body>
</html>

ফলাফল




উদাহরণ

একটি এলিমেন্টের ক্লাস নাম পরিবর্তন

একটি ক্লাস নাম রিমুভ এবং একটি নতুন ক্লাস নাম যুক্ত করতে কিভাবে addClass() এবং removeClass() ব্যবহার করা হয়।

উদাহরণ

<!DOCTYPE html>
<html lang="en">
<head>
    <meta name="viewport" content="width=device-width, initial-scale=1">
    <title>জেকুয়েরির উদাহরণ</title>
<script src="http://ajax.googleapis.com/ajax/libs/jquery/3.1.1/jquery.min.js"></script>
 <script>
$(document).ready(function(){
    $("button").click(function(){
        $("p:first").removeClass("test").addClass("main");
    });
});
</script>
<style>
.test {
    color: purple;
}
.main {
    background-color: green;
    color: white;
}
</style>
</head>
<body>

<h3>এটি হেডিং</h3>

<p class="test">এটি একটি প্যারাগ্রাফ।</p>
<p>এটিও প্যারাগ্রাফ।</p>

<button>প্রথম p এলিমেন্টের ক্লাসনাম পরিবর্তন করার জন্য এখানে ক্লিক করুন</button>

</body>
</html>

ফলাফল




ফাংশন ব্যবহার করে ক্লাস রিমুভ

নির্বাচিত এলিমেন্ট থেকে একটি ক্লাস রিমুভ করতে ফাংশন ব্যবহার।

উদাহরণ

<!DOCTYPE html>
<html lang="en">
<head>
    <meta name="viewport" content="width=device-width, initial-scale=1">
    <title>জেকুয়েরির উদাহরণ</title>
<script src="http://ajax.googleapis.com/ajax/libs/jquery/3.1.1/jquery.min.js"></script>
 <script>
$(document).ready(function(){
    $("button").click(function(){
        $("li").removeClass(function(n) {
        if (n==0||n==1) {return "listitem"}
        else {return ""}
        });
    });
});
</script>
<style>
.listitem {
    color:green;
}
</style>
</head>
<body>

<h3>এটি হেডিং</h3>

<ul>
<li class="listitem">Tiger</li>
<li class="listitem">Lion</li>
<li class="listitem">Elephant</li>
</ul>

<button>ইন্ডেক্স ০ ও ১ সহ li এলিমেন্ট "listitem" হতে রিমুভ করুন</button>

</body>
</html>

ফলাফল




একদিক ক্লাস নাম রিমুভ

নির্বাচিত এলিমেন্ট থেকে কিভাবে একদিক ক্লাস নাম রিমুভ করা হয়।

উদাহরণ

<!DOCTYPE html>
<html lang="en">
<head>
    <meta name="viewport" content="width=device-width, initial-scale=1">
    <title>জেকুয়েরির উদাহরণ</title>
<script src="http://ajax.googleapis.com/ajax/libs/jquery/3.1.1/jquery.min.js"></script>
 <script>
$(document).ready(function(){
    $("button").click(function(){
        $("p, h1").removeClass("head test main");
    });
});
</script>
<style>
.head {
    font-size: 2em;
    color: green;
}

.test {
    font-size: 120%;
    color: purple;
}

.main {
    font-size: 20px;
    color: red;
}
</style>
</head>
<body>

<h1 class="head">এটি একটি হেডিং</h1>

<p class="test">ঙ্গেটি একটি প্যারাগ্রাফ।</p>
<p class="main">এটি আরেকটি প্যারাগ্রাফ।</p>

<button>নির্বাচিত এলিমেন্ট থেকে "head", "test" and "main" ক্লাসগুলো রিমুভ করুন</button>

</body>
</html>

ফলাফল




« জেকুয়েরি এইচটিএমএল/সিএসএস মেথডসমূহ