জেকুয়েরি জাভাস্ক্রিপ্ট এঙ্গুলার এইচটিএমএল সিএসএস বুটস্ট্রাপ
লগইন
 

জেকুয়েরি এইচটিএমএল/সিএসএস মেথড



জেকুয়েরির মাধ্যমে এইচটিএমএল এবং সিএসএস পরিচালনা করার সবগুলো মেথড নিম্নে তুলে ধরা হলোঃ

শুধুমাত্র html() মেথড ছাড়া নিম্নের সবগুলো মেথডই এইচটিএমএল এবং এক্সএমএল(XML) উভয় ডকুমেন্টে কাজ করে।



এক নজরে এইচটিএমএল এবং সিএসএস মেথডসমূহ

addClass()

নির্বাচিত এলিমেন্টে এক বা একাধিক ক্লাস যুক্ত করে।

after()

নির্বাচিত এলিমেন্টের পরে কন্টেন্ট অন্তর্ভূক্ত করে।

append()

নির্বাচিত এলিমেন্টের শেষে কন্টেন্ট অন্তর্ভূক্ত করে।

appendTo()

নির্বাচিত এলিমেন্টের শেষে এইচটিএমএল এলিমেন্ট অন্তর্ভূক্ত করে।

attr()

নির্বাচিত এলিমেন্টে হয় এট্রিবিউট/ভ্যালু সেট করে অথবা এটি থেকে এট্রিবিউট/ভ্যালু রিটার্ন করে।

before()

নির্বাচিত এলিমেন্টের সামনে(পূর্বে) কন্টেন্ট অন্তর্ভূক্ত করে।

clone()

নির্বাচিত এলিমেন্টের একটি কপি তৈরি করে।

css()

নির্বাচিত এলিমেন্টের জন্য এক বা একাধিক স্টাইল প্রোপার্টি সেট অথবা রিটার্ন করে।

detach()

ডেটা এবং ইভেন্ট অক্ষুন্ন রেখে নির্বাচিত এলিমেন্টকে রিমুভ(remove) করে।

empty()

নির্বাচিত এলিমেন্ট থেকে সকল চাইল্ড নোড এবং কন্টেন্ট রিমুভ করে।

hasClass()

নির্বাচিত এলিমেন্টগুলোর মধ্যে প্রদত্ত ক্লাস এর নামটি আছে কিনা চেক করে।

height()

নির্বাচিত এলিমেন্টের উচ্চতা সেট অথবা রিটার্ন করে।

html()

নির্বাচিত এলিমেন্টের কন্টেন্ট সেট অথবা রিটার্ন করে।

innerHeight()

একটি এলিমেন্টের উচ্চতা(height) রিটার্ন করে। এক্ষেত্রে প্যাডিং অন্তর্ভূক্ত থাকবে কিন্তু বর্ডার নয়।

innerWidth()

একটি এলিমেন্টের প্রস্থ(width) রিটার্ন করে। এক্ষেত্রে প্যাডিং অন্তর্ভূক্ত থাকবে কিন্তু বর্ডার নয়।

insertAfter()

নির্বাচিত এলিমেন্টের পরে এইচটিএমএল এলিমেন্ট অন্তর্ভূক্ত করে।

insertBefore()

নির্বাচিত এলিমেন্টের আগে এইচটিএমএল এলিমেন্ট অন্তর্ভূক্ত করে।

offset()

ডকুমেন্টের সাপেক্ষে নির্বাচিত এলিমেন্টের স্থানাঙ্ক সেট অথবা রিটার্ন করে।

offsetParent()

সবচেয়ে কাছের পূর্বসুরী এলিমেন্ট রিটার্ন করে।

outerHeight()

একটি এলিমেন্টের উচ্চতা(height) রিটার্ন করে। এক্ষেত্রে প্যাডিং এবং বর্ডার উভয়ই অন্তর্ভূক্ত থাকে।

outerWidth()

একটি এলিমেন্টের প্রস্থ(width) রিটার্ন করে। এক্ষেত্রে প্যাডিং এবং বর্ডার উভয়ই অন্তর্ভূক্ত থাকে।

position()

প্যারেন্ট এলিমেন্টের সাপেক্ষে নির্বাচিত এলিমেন্টের অবস্থান রিটার্ন করে।

prepend()

নির্বাচিত এলিমেন্টের শুরুতে কন্টেন্ট অন্তর্ভূক্ত করে।

prependTo()

নির্বাচিত এলিমেন্টের শুরুতে এইচটিএমএল এলিমেন্ট অন্তর্ভূক্ত করে।

prop()

নির্বাচিত এলিমেন্টের প্রোপার্টি/ভ্যালু সেট অথবা রিটার্ন করে।

remove()

নির্বাচিত এলিমেন্টকে রিমুভ করে। এক্ষেত্রে ডেটা এবং ইভেন্টসহ রিমুভ হয়ে যায়।

removeAttr()

নির্বাচিত এলিমেন্ট থেকে এক বা একাধিক এট্রিবিউট রিমুভ করে।

removeClass()

নির্বাচিত এলিমেন্ট থেকে এক বা একাধিক ক্লাস রিমুভ করে।

removeProp()

prop() মেথড দ্বারা সেট করা প্রোপার্টি রিমুভ করে।

replaceAll()

নতুন এইচটিএমএল এলিমেন্ট দ্বারা নির্বাচিত এলিমেন্টকে প্রতিস্থাপন করে।

replaceWith()

নতুন কন্টেন্ট দ্বারা নির্বাচিত এলিমেন্টকে প্রতিস্থাপন করে।

scrollLeft()

নির্বাচিত এলিমেন্টের আনুভূমিক স্ক্রলবারের অবস্থান সেট অথবা রিটার্ন করে।

scrollTop()

নির্বাচিত এলিমেন্টের ভার্টিক্যাল স্ক্রলবারের অবস্থান সেট অথবা রিটার্ন করে।

text()

নির্বাচিত এলিমেন্টের টেক্সট কন্টেন্ট সেট অথবা রিটার্ন করে।

toggleClass()

নির্বাচিত এলিমেন্টে এক বা একাধিক ক্লাস যুক্ত/রিমুভ করার মধ্যে টোগল করে।

unwrap()

নির্বাচিত এলিমেন্টের প্যারেন্ট এলিমেন্ট রিমুভ করে।

val()

ফরম এলিমেন্টের ক্ষেত্রে, নির্বাচিত এলিমেন্টের ভ্যালু এট্রিবিউট সেট অথবা রিটার্ন করে।

width()

নির্বাচিত এলিমেন্টের প্রস্থ সেট অথবা রিটার্ন করে।

wrap()

নির্বাচিত সকল এলিমেন্টের চারপাশে এইচটিএমএল এলিমেন্ট দিয়ে Wrap করে।

wrapAll()

নির্বাচিত সকল এলিমেন্টকে এইচটিএমএল এলিমেন্ট দিয়ে র‍্যাপিং(Wrapping) করে।

wrapInner()

নির্বাচিত সকল এলিমেন্ট এর কন্টেন্টকে এইচটিএমএল এলিমেন্ট দিয়ে র‍্যাপিং(Wrapping) করে।