পাইথন প্রোগ্রামিং সি প্রোগ্রামিং জাভাস্ক্রিপ্ট পিএইচপি এসকিউএল জেকুয়েরি এইচটিএমএল সিএসএস বুটস্ট্রাপ এঙ্গুলার জেএস
লগইন
 

পাইথন এর ইতিহাস


গুইডো ভ্যান রাসম কর্তৃক সৃষ্ট পাইথন তুলনামূলক একটি পুরাতন ভাষা। ১৯৮০ দশক এর পরে তিনি সর্বপ্রথম পাইথন ডিজাইন শুরু করেছিলেন এবং ১৯৯১ সালের ফেব্রুয়ারিতে এটি প্রথম প্রকাশিত হয়।

পাইথন সৃষ্টির নেপথ্যে

১৯৮০ দশকের পরে গুইডো ভ্যান রাসম আমিবা ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম গ্রুপের সাথে কাজ করছিলেন। তিনি ABC(ABC এর সিনট্যাক্স খুবই সহজ এবং বোধগম্য)-এর মত ইটারপ্রেটেড(Interpreted) ভাষা ব্যবহার করতে চাইলেন যা আমিবা সিস্টেম কলকে এক্সেস করতে পারবে। তাই তিনি নতুন একটি ভাষা তৈরির দিদ্ধান্ত নিলেন যেটা হবে সমপ্রসারনযোগ্য । এটাকে কেন্দ্র করেই নতুন একটি ভাষার সূত্রপাত হলো এবং পরবর্তীতে এটার নাম রাখা হলো পাইথন

পাইথন নাম কেন হলো?

ভয়ংকর কোন সাপের নামানুসারে পাইথন এর নামকরণ হয়নি। সত্তরের দশকের পরে রাসম একটি কমেডি সিরিজের ভক্ত ছিলেন। "মন্টি পাইথন' এর উড়ন্ত সার্কাস এর সাথে সমঞ্জস্য রেখেই এটার নাম রাখা হয়েছে পাইথন।

পাইথন এর বিভিন্ন ভার্সন এবং প্রকাশকাল

ভার্সন প্রকাশকাল
পাইথন 1.0 (প্রথম স্টান্ডার্ড প্রকাশনী) ১৯৯৪ এর জানুয়ারি
পাইথন 1.6 ( শেষ মাইনর ভার্সন) ২০০০ সালের ৫-এ সেপ্টেম্বর
পাইথন 2.0 (লিস্ট-list এর সূচনা) ২০০০ সালের ১৬ই অক্টোবর
পাইথন 2.7 (শেষ মাইনর ভার্সন) ২০১০ সালের ৩-এ জুলাই
পাইথন 3.0 (ডেপ্রিকেটেড কন্সট্রাক্ট এবং মডিউল রিমুভে জোর প্রদান ) ২০০৮ সালের ৩-এ সেপ্টেম্বর
পাইথন 3.5 (নিরাপত্তা সংশোধন) ২০১৫ সালের ১৩-ই সেপ্টেম্বর
পাইথন 3.6 (শেষ আপডেট ভার্সন ) ২০১৬ সালের ২৩-এ ডিসেম্বর