পাইথন প্রোগ্রামিং সি প্রোগ্রামিং জাভাস্ক্রিপ্ট পিএইচপি এসকিউএল জেকুয়েরি এইচটিএমএল সিএসএস বুটস্ট্রাপ এঙ্গুলার জেএস
লগইন
 

পাইথন কীওয়ার্ড


এই অধ্যায়ে আপনি পাইথন কীওয়ার্ড(keywords) সম্মন্ধে জানবেন। কীওয়ার্ড হলো পাইথনের সংরক্ষিত শব্দ(word) যা সিনট্যাক্স এর অংশ।

আপনি ভ্যারিয়েবল এবং ফাংশন এর নাম দেওয়ার জন্য কীওয়ার্ড অথবা আইডেন্টিফায়ার ব্যবহার করতে পারবেন না। এগুলো পাইথন ভাষার সিনট্যাক্স এবং গঠন নির্ধারণের জন্য ব্যবহৃত হয়।

পাইথন এর কীওয়ার্ডসমূহ কেস-সেনসিটিভ(case-sensitive)।

পাইথন ৩.৬ এ ৩৩ টি কীওয়ার্ড আছে। এগুলো ভার্সন পরিবর্তনের সময় খুব সামান্যই পরিবর্তন হয়।

True, False এবং None কীওয়ার্ড ছাড়া অন্য সকল কিওয়ার্ডসমূহ ছোট হাতের অক্ষর(lowercase) লিখতে হয় এবং লিখার সময় হুবুহু লিখতে হবে। নিম্নে কীওয়ার্ডসমূহের তালিকা দেওয়া হলো।

পাইথন ভাষার কীওয়ার্ডসমূহ
False class finally is return
None continue for lambda try
True def from nonlocal while
and del global not with
as elif if or yield
assert else import pass  
break except in raise