কোন দেশটি অতীতে কখনো অন্য কোনো দেশের উপনিবেশে পরিণত হয়নি-

থাইল্যান্ড

মায়ানমার

ইন্দোনেশিয়া

মালয়েশিয়া


Description (বিবরণ) :

প্রশ্ন: কোন দেশটি অতীতে কখনো অন্য কোনো দেশের উপনিবেশে পরিণত হয়নি-

ব্যাখ্যা:

থাইল্যান্ড কখনো কোন দেশের উপনিবেশ ছিল না ।

এ কারণে এর নাম হয়েছে থাইল্যান্ড বা স্বাধীন ভূমি । পূর্বে এটি শ্যামদেশ নামে পরিচিত ছিল।

২৩ জুন ১৯৩৯ শ্যামদেশের নাম পরিবর্তন করে 'কিংডম অব থাইল্যান্ড ' রাখা হয় । থাইল্যান্ডকে বলা হয় 'সাদা হাতির 'দেশ ।


Related Question

কোন দেশটি 'আসিয়ান' জোটভুক্ত নয়?

সিঙ্গাপুর

মালয়েশিয়া

থাইল্যান্ড

দক্ষিণ কোরিয়া

কোন দেশটি আরব লীগের অন্তর্ভুক্ত নয়?

জর্ডান

লেবানন

ইরান

বাহরাইন

নিচের কোন দেশটি Group of Seven(G-7) এর সদস্য নয়?

কানাডা

ইতালি

সুইডেন

জাপান