কোন দেশটি অতীতে কখনো অন্য কোনো দেশের উপনিবেশে পরিণত হয়নি-
থাইল্যান্ড
মায়ানমার
ইন্দোনেশিয়া
মালয়েশিয়া
Description (বিবরণ) :
প্রশ্ন: কোন দেশটি অতীতে কখনো অন্য কোনো দেশের উপনিবেশে পরিণত হয়নি-
ব্যাখ্যা:
থাইল্যান্ড কখনো কোন দেশের উপনিবেশ ছিল না ।
এ কারণে এর নাম হয়েছে থাইল্যান্ড বা স্বাধীন ভূমি । পূর্বে এটি শ্যামদেশ নামে পরিচিত ছিল।
২৩ জুন ১৯৩৯ শ্যামদেশের নাম পরিবর্তন করে 'কিংডম অব থাইল্যান্ড ' রাখা হয় । থাইল্যান্ডকে বলা হয় 'সাদা হাতির 'দেশ ।
Related Question
নিম্নের কোন দেশটি জি-সেভেন (Group of Seven) এর সদস্য নয়?
জাপান
চীন
ইউএসএ
কানাডা
কোন দেশটি 'আসিয়ান' জোটভুক্ত নয়?
সিঙ্গাপুর
মালয়েশিয়া
থাইল্যান্ড
দক্ষিণ কোরিয়া
কমনওয়েলথের কোন দেশটি যুক্তরাজ্যের রাজা ও রানীকে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকার করে?
অস্ট্রেলিয়া
কানাডা
সাইপ্রাস
মরিসাস
কোন দেশটি আরব লীগের অন্তর্ভুক্ত নয়?
জর্ডান
লেবানন
ইরান
বাহরাইন
আফ্রিকা মহাদেশের মানচিত্রে Horns of Africa -তে কোন দেশটি অবস্থিত?
ইথিওপিয়া
নাইজেরিয়া
কেনিয়া
সুদান
নিচের কোন দেশটি Group of Seven(G-7) এর সদস্য নয়?
কানাডা
ইতালি
সুইডেন
জাপান