কোন গ্রন্থটি শরৎচন্দ্র রচিত নয়?

দেবদাস

শ্রীকান্ত

মৃত্যুক্ষুধা

বড়দিদি


Description (বিবরণ) :

প্রশ্ন: কোন গ্রন্থটি শরৎচন্দ্র রচিত নয়?

ব্যাখ্যা:

মৃত্যুক্ষুধা উপন্যাসের রচয়িতা - কাজী নজরুল ইসলাম। এটি ১৩৩৭ বঙ্গাব্দের বৈশাখ মাসে গ্রন্থাকারে প্রকাশিত হয়। উপন্যাসটি সওগাত পত্রিকায় ১৩৩৪ বঙ্গাব্দের আগ্রহায়ণ মাস থেকে ১৩৩৬ বঙ্গাব্দের ফাল্গুন মাস পর্যন্ত ধারাবাহিকভাবে মুদ্রিত হয়। এটি ১৯৩১ সালে প্রথম প্রকাশিত হয়।


Related Question

কোন গ্রন্থটি ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়েছিল?

মেঘনাদবধ কাব্য

দুর্গেশনন্দিনী

নীলদর্পণ

অগ্নিবীণা

রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক?

চোখের বালি

বলাকা

ঘরে-বাইরে

রক্তকরবী

কোন গ্রন্থটি এয়াকুব আলী চৌধুরী প্রণীত?

মোস্তফা রচিত

নয়াজাতির স্রষ্টা হযরত মোহাম্মদ

বিশ্বনবী

মানব-মুকুট

রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি উপন্যাস?

শেষের কবিতা

বলাকা

ডাকঘর

কালান্তর

কোন গ্রন্থটির রচয়িতা এস ওয়াজেদ আলী?

আশা-আকাঙ্ক্ষার সমর্থনে

ভবিষ্যতের বাঙালি

উন্নত জীবন

সভ্যতা

কোন গ্রন্থটি মহাকাব্য?

অবকাশ রঞ্জিনী

বৃত্রসংহার

বিরহ বিলাপ

বীরাঙ্গনা কাব্য