কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে বলে-
ROM
RAM
হার্ডওয়্যার
অপারেটিং সিস্টেম
Description (বিবরণ) :
প্রশ্ন: কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে বলে-
ব্যাখ্যা:
কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে ′ROM′ বলে। ROM – এর পূর্ণরূপ হলো Read Only Memory । ROM – এর রক্ষিত তথ্য কখনো মুছে যায় না। কম্পিউটারের অস্থায়ী স্মৃতিশক্তি হলো ′ROM′।
Related Question
কম্পিউটারের সফটওয়্যার বলতে বুঝানো হয় -----
এর প্রোগ্রাম বা কর্ম পরিকল্পনার কৌশল
তথ্য দেয়া ও তথ্য নেয়ার অংশ বিশেষ
যেসব অংশ মুদ্রায়িত অবস্থায় থাকে
কম্পিউটার তৈরির নকশা
বিভিন্ন কম্পিউটারের মধ্যে সংযোগের জন্য যে জ্যামিতিক সন্নিবেশ করা হয় তাকে বলে-
মারফোলজি
টেকনোলজি
নিউরোলজি
টপোলজি
কম্পিউটারের যে ডিস্কে সিস্টেম সফটওয়্যার থাকে তাকে বলে-
স্টার্ট আপ ডিস্ক
ডিস্ক কম্প্যাক্ট ডিস্ক
হাইডেনসিটি ডিস্ক
ম্যাগনেটিক ডিস্ক
নিচের কোনটি কম্পিউটারের একটি ইনপুট যন্ত্র?
মনিটর
স্পিকার
প্রিন্টার
মাউস
আধুনিক কম্পিউটারের জনক কে?
উইলবার রাইট
চার্লস ব্যাবেজ
টিম বার্নার্স লী
জন বেয়ার্ড
নিচের কোনটি কম্পিউটারের মস্তিস্ক রূপে কাজ করে?
গ্রাফিক্স কার্ড
হার্ডডিস্ক
রম
প্রসেসর