কম্পিউটারের কোন যন্ত্রাংশের ক্ষমতার উপর মনিটরে দৃশ্যমান ছবির গুনগত মান নির্ভর করে?
মডেম
অডিও কার্ড
সিম কার্ড
ভিজিএ কার্ড
Description (বিবরণ) :
প্রশ্ন: কম্পিউটারের কোন যন্ত্রাংশের ক্ষমতার উপর মনিটরে দৃশ্যমান ছবির গুনগত মান নির্ভর করে?
ব্যাখ্যা:
কম্পিউটারের ভিডিও গ্রাফিক্স এসিলেটর একটি গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার বিভাগ। ভিজিএ বিভাগে ভিডিও আউটপুট সংক্রান্ত কাজ হয়ে থাকে। এজন্য ভিজিএ এর জন্য আলাদা স্লট থাকে কম্পিউটার ব্যবহারকারী তাদের ইচ্ছামত গ্রাফিক্স আপডেট করতে পারে। তবে বর্তমানের মাদারবোর্ডে বিল্টইন ভিজিএ থাকে।
Related Question
কম্পিউটারের সফটওয়্যার বলতে বুঝানো হয় -----
এর প্রোগ্রাম বা কর্ম পরিকল্পনার কৌশল
তথ্য দেয়া ও তথ্য নেয়ার অংশ বিশেষ
যেসব অংশ মুদ্রায়িত অবস্থায় থাকে
কম্পিউটার তৈরির নকশা
বিভিন্ন কম্পিউটারের মধ্যে সংযোগের জন্য যে জ্যামিতিক সন্নিবেশ করা হয় তাকে বলে-
মারফোলজি
টেকনোলজি
নিউরোলজি
টপোলজি
কম্পিউটারের যে ডিস্কে সিস্টেম সফটওয়্যার থাকে তাকে বলে-
স্টার্ট আপ ডিস্ক
ডিস্ক কম্প্যাক্ট ডিস্ক
হাইডেনসিটি ডিস্ক
ম্যাগনেটিক ডিস্ক
নিচের কোনটি কম্পিউটারের একটি ইনপুট যন্ত্র?
মনিটর
স্পিকার
প্রিন্টার
মাউস
আধুনিক কম্পিউটারের জনক কে?
উইলবার রাইট
চার্লস ব্যাবেজ
টিম বার্নার্স লী
জন বেয়ার্ড
নিচের কোনটি কম্পিউটারের মস্তিস্ক রূপে কাজ করে?
গ্রাফিক্স কার্ড
হার্ডডিস্ক
রম
প্রসেসর