জেকুয়েরি প্রোপার্টি
এক নজরে জেকুয়েরি প্রোপার্টিসমূহ
জেকুয়েরির ভার্সন নাম্বার, এনিমেশন স্ট্যাটাস, বিভিন্ন ব্রাউজার সাপোর্ট, এলিমেন্ট এর সংখ্যা ইত্যাদি জানার জন্য জেকুয়েরি প্রোপার্টিসমূহ ব্যবহৃত হয়।
context
jquery() এর মধ্য দিয়ে অতিক্রান্ত কন্টেক্সট ধারন করে। জেকুয়েরির 3.0 ভার্সনে এই প্রোপার্টিকে বাদ দেওয়া হয়েছে।
jquery
জেকুয়েরির ভার্সন নাম্বার ধারন করে।
jquery.fx.interval
মিলিসেকেন্ড এককে এনিমেশন সংঘটনের গতি পরিবর্তন করে।
jquery.fx.off
সার্বজনীনভাবে(Globaly) সকল এনিমেশন অক্ষম/সক্ষম করে।
jquery.support
বিভিন্ন ব্রাউজার এর বৈশিষ্ট্য বা বাগ (Bugs) সংগ্রহ করে এবং এই প্রোপার্টিটি জেকুয়েরির অভ্যন্তরীন ব্যবহারের উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল।
length
জেকুয়েরি অবজেক্ট এর মধ্য দিয়ে অতিক্রম হওয়া এলিমেন্ট এর সংখ্যা ধারন করে।