জাভাস্ক্রিপ্ট নাম্বার(Number) রেফারেন্স
জাভাস্ক্রিপ্ট নাম্বার
জাভাস্ক্রিপ্টে দশমিক অথবা দশমিক ছাড়া লেখা যায়ঃ
var a = 2.5;
var b = 2;
অতিরিক্ত বড় অথবা অতিরিক্ত ছোট নাম্বারগুলোকে বৈজ্ঞানিক সূচক আকারে লিখা যায়ঃ
var a = 25e6;
var b = 25e-6;
জাভাস্ক্রিপ্ট নাম্বার সম্পর্কে আরো জানতে আমাদের জাভাস্ক্রিপ্ট নাম্বার টিউটোরিয়ালে পড়ুন।
নাম্বার(Number) প্রোপার্টি
প্রোপার্টি | বর্ণনা |
---|---|
constructor | যে ফাংশনটি জাভাস্ক্রিপ্ট নাম্বার প্রোটোটাইপ তৈরি করে সেটি রিটার্ন করে। |
MAX_VALUE | জাভাস্ক্রিপ্টে সম্ভাব্য সর্বোচ্চ নাম্বার রিটার্ন করে। |
MIN_VALUE | জাভাস্ক্রিপ্টে সম্ভাব্য সর্বনিম্ন নাম্বার রিটার্ন করে। |
NEGATIVE_INFINITY | নেগেটিভ অসীম ভ্যালু প্রকাশ করে। |
NaN | নাম্বার(Not-a-Number) নয় ভ্যালু প্রকাশ করে। |
POSITIVE_INFINITY | পজিটিভ অসীম ভ্যালু প্রকাশ করে। |
prototype | একটি অবজেক্টে প্রোপার্টি এবং মেথড যোগ করে। |
নাম্বার(Number) মেথড
মেথড | বর্ণনা |
---|---|
isFinite() | সসীম মান কিনা তা চেক করে। |
isInteger() | পূর্ণ সংখ্যার ভ্যালু কিনা তা চেক করে। |
isNaN() | ভ্যালুটি নাম্বার নয় কিনা তা চেক করে। |
isSafeInteger() | ভ্যালুটি নিরাপদ পূর্ণ সংখ্যা কিনা তা চেক করে। |
toExponential(x) | একটি নাম্বারকে বীজগণিতীয় রাশির প্রতীকে পরিনত করে। |
toFixed(x) | একটি নাম্বারকে দশমিক সংখ্যার পরে x সংখ্যক ডিজিটসহ প্রদর্শন করে। |
toPrecision(x) | একটি নাম্বারকে x সংখ্যক ডিজিটসহ প্রদর্শন করে। |
toString() | একটি নাম্বারকে স্ট্রিং-এ পরিনত করে। |
valueOf() | একটি নাম্বারের মৌলিক মান রিটার্ন করে। |
সকল নাম্বার মেথড একটি নতুন ভ্যালু রিটার্ন করে। কিন্তু অরিজিনাল ভ্যালুকে পরিবর্তন করে না।