জাভাস্ক্রিপ্ট জেকুয়েরি এঙ্গুলার জেএস এইচটিএমএল সিএসএস বুটস্ট্রাপ পিএইচপি সি প্রোগ্রামিং
লগইন
×

জাভাস্ক্রিপ্ট রেফারেন্স

রেফারেন্স

জাভাস্ক্রিপ্ট

অপারেটর-Operator স্টেটমেন্ট-Statement অ্যারে-Array বুলিয়ান-Boolean স্ট্রিং-String সংখ্যা-Number রেগুলার এক্সপ্রেশন-RegExp গণিত-Math তারিখ-Date কনভার্শন-Conversion

এইচটিএমএল ডোম-DOM

ডোম ডকুমেন্ট-DOMDocument ডোম এলিমেন্ট-DOMElement ডোম এট্রিবিউট-DOMAttribute ডোম স্টাইল-DOMStyle ডোম ইভেন্ট-DOMEvent

এইচটিএমএল অবজেক্ট

<a> <abbr> <address> <area> <article> <aside> <audio> <b> <base> <bdo> <blockquote> <body> <br> <button> <canvas> <caption> <cite> <code> <col> <colgroup> <datalist> <dd> <del> <details> <dfn> <dialog> <div> <dl> <dt> <em> <embed> <fieldset> <figcaption> <figure> <footer> <form> <head> <header> <h1> - <h6> <hr> <html> <i> <iframe> <img> <ins> <input> button <input> checkbox <input> color <input> date <input> datetime <input> datetime-local <input> email <input> file <input> hidden <input> image <input> month <input> number <input> password <input> radio <input> range <input> reset <input> search <input> submit <input> text <input> time <input> url <input> week <kbd> <keygen> <label> <legend> <li> <link> <map> <mark> <menu> <menuitem> <meta> <meter> <nav> <object> <ol> <optgroup> <option> <output> <p> <param> <pre> <progress> <q> <s> <samp> <script> <section> <select> <small> <source> <span> <strong> <style> <sub> <summary> <sup> <table> <td> <th> <tr> <textarea> <time> <title> <track> <u> <ul> <var> <video>


 

জাভাস্ক্রিপ্ট ম্যাথ রেফারেন্স


ম্যাথ অবজেক্ট

ম্যাথ অবজেক্ট গানিতিক কাজ করে।

ম্যাথ কোনো কন্সট্রাক্টর নয়। ম্যাথের সকল প্রোপার্টি/মেথড Math এর মাধ্যমে অবজেক্ট হিসেবে কল করে ব্যবহার করা যাবে।

সিন্টেক্স

var a = Math.PI;

ম্যাথ অবজেক্ট সম্পর্কে আরো জানতে আমাদের জাভাস্ক্রিপ্ট ম্যাথ টিউটোরিয়াল পড়ুন।


ম্যাথ অবজেক্ট প্রোপার্টি

প্রোপার্টি বর্ণনা
E ইউলার(Euler's) নম্বর রিটার্ন করে। (প্রায় ২.৭১৮)
LN2 ২ এর মৌলিক লগারিদম রিটার্ন করে। (প্রায় ০.৬৯৩)
LN10 ১০ এর মৌলিক লগারিদম রিটার্ন করে। (প্রায় ২.৩০৯)
LOG2E ২ ভিত্তিক E এর লগারিদম রিটার্ন করে। ( প্রায় ১.৪৪২)
LOG10E ১০ ভিত্তিক E এর লগারিদম রিটার্ন করে। (প্রায় ০.৪৩৪)
PI পাই এর মান রিটার্ন করে। (প্রায় ৩.১৪১৬)
SQRT1_2 ১/২ এর বর্গমূল রিটার্ন করে। (প্রায় 0.707)
SQRT2 ২ এর বর্গমূল রিটার্ন করে। (প্রায় 1.414)

ম্যাথ অবজেক্ট মেথড

মেথড বর্ণনা
abs(x) x এর পরম মান রিটার্ন করে।
acos(x) x এর arccosine মান রেডিয়ানে রিটার্ন করে।
asin(x) x এর arcsine মান রেডিয়ানে রিটার্ন করে।
atan(x) x এর arctangent মান -PI/2 এবং PI/2 রেডিয়ানের মধ্যে নিউমেরিক ভ্যালু হিসেবে রিটার্ন করে।
atan2(y,x) আর্গুমেন্টের ভাগফলের arctangent-কে রিটার্ন করে।
ceil(x) x এর মানকে নিকটতম উর্ধ্বগামী পূর্নসংখ্যায় নিয়ে এসে রিটার্ন করে।
cos(x) x এর cosine-এর মান রিটার্ন করে। (x এর মান রেডিয়ানে হবে)
exp(x) Ex এর মান রিটার্ন করে।
floor(x) x এর মান নিকটতম নিম্নমুখী পূর্ন সংখ্যায় রিটার্ন করে।
log(x) x এর E ভিত্তিক মৌলিক লগারিদম রিটার্ন করে।
max(x,y,z,...,n) নাম্বারের সর্বোচ্চ ভ্যালু রিটার্ন করে।
min(x,y,z,...,n) নাম্বারের সর্বনিম্ন ভ্যালু রিটার্ন করে।
pow(x,y) x এর ভ্যালু y এর পাওয়ারে রিটার্ন করে।
random() ০ এবং ১ এর মধ্যে এলোমেলো(random) নাম্বার রিটার্ন করে।
round(x) x এর নিকটবর্তী পূর্ণ সংখ্যা রিটার্ন করে।
sin(x) x এর sine এর মান রিটার্ন করে। (x রেডিয়ানে থাকবে)
sqrt(x) x এর বর্গমূল রিটার্ন করে।
tan(x) একটি কোণের tangent মান রিটার্ন করবে।