আশ্চর্য্য তথ্যঃ মানুষ

বৈজ্ঞানিক ব্যাখ্যায় উঠে এসেছে যে সব তথ্য

    1. মানুষের দাঁত পাথরের চেয়েও শক্ত।
    2. সারা দিনে মানুষের ১,০১,০০০ বার হৃদস্পন্দন হয়।
    3. মানুষের মাথায় ২২ টি হাড় রয়েছে।
    4. নিঃশ্বাসের ফলে প্রতি মিনিটে ০.৬ গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপাদিত হয়।
    5. বিগত ১৫০ বছরে শিল্প-উন্নত দেশের মানুষের গড় উচ্চতা ১০ সেমি. (৪ ইঞ্চি) বৃদ্ধি পেয়েছে।
    6. চোখ খোলা রেখে হাচি দেয়া অসম্ভব।
    7. মানুষ খাবার ছাড়া প্রায় এক মাস বাচতে পারে কিন্তু পানি ছাড়া এক সপ্তাহের বেশি বাচে না।
    8. চোখের পলক ফেলতে যে পেশীটি কাজ করে সেটা হল আমাদের শরীরের সবচেয়ে দ্রুত গতির পেশী।
    9. মানুষের শরীরে যে পরিমান পরিমান চর্বি আছে তা দিয়ে ৮ টি সাবান তৈরি করা যায়।
    10. জিহ্বা মানব দেহের শক্তিশালী পেশী।
    11. আপনার চুল অন্য সময়ের চেয়ে সকাল বেলায় বেশি বৃদ্ধি পায়।
    12. হাতের কব্জি থেকে কুণুই পর্যন্ত দৈর্ঘ্য পায়ের পাতার দৈর্ঘ্যর সমান।
    13. পেশী, এটা প্রতি সেকেন্ডে আমাদের ৫ বার পলক ফেলতে সহয়তা করে।
    14. জিহ্বা দিয়ে কুণুই চাঁটা প্রায় অসম্ভব, ব্যতিক্রম খুবই কম।
    15. গড়ে আমরা প্রায় ২৩,০০০ বার নিঃশ্বাস নিয়ে থাকি।
    16. গড়ে একজন মানুষ সর্বোচ্চ এক মিনিট শ্বাস বন্ধ করে থাকতে পারে।
    17. মানুষের হাড় কংক্রিটের চেয়েও শক্ত।
    18. গড়ে একজন মানুষ ৫০০০ শব্দ উচ্চার করে থাকে, ৮০% ভাগই নিজে নিজে কথা বলে থাকে।
    19. ১৯ শতকের সবচেয়ে লম্বা জাতি আমেরিকানরা, গড় উচ্চতা ১.৭১ মিটার বা ৫ ফিট ৬ ইঞ্চি।
    20. বর্তমানে আমেরিকানদের গড় উচ্চতা ৫’৯” , সুইডিশদের ৫’১০”, ডাচদের ৫’১১” ।
    21. মানব দেহে যে পরিমান পানি থাকে তা থেকে যদি কোন কারনে ১% পানির ঘাটতি হয় তখনই আমাদের তৃষ্ঞা পায়।
  1. মানূষ এর বৈজ্ঞানিক গভেষনামানূষ সম্পর্কে আজব তথ্য
  2. অন্য কাউকে হাই তুলতে দেখলে ৫৫% মানুষ ৫ মিনিটের মধেই হাই তোলে।
  3. প্রতি দিন গড়ে একজন পুরুষের ৪০ টা এবং মেয়েদের প্রায় ৭০ টা চুল পরে যায়।
  4. একজন মানুষকে কতল করার পর ৮ সেকেন্ড সচেতন থাকে।
  5. গড়ে মানুষ প্রতিদিন ১৫,০০০ বার পলক ফেলে, নরীরা পুরুষের দ্বিগুন সংখ্যক পলক ফেলে।
  6. লিভার শরীরের অভ্যন্তরে সবচেয়ে ছোট অঙ্গ । ত্বক হচ্ছে সবচেয়ে বড় অঙ্গ।
  7. নখ প্রতি সেকেন্ডে ১ ন্যানোমিটার (০.০০০ ০০০ ০০১ মি./সে.) এবং চুল ৪ ন্যানোমিটার (০.০০০ ০০০ ০০৪ মি./সে.) প্রতি সেকেন্ডে বৃদ্ধি পায় ।
  8. নবজাত শিশুর মাথার ওজন তার সমস্ত শরীরের ওজনের একচর্তুথাংশ।
  9. জন্ম থেকে বয়সের সাথে সাথে মানুষের চোখের আকার বড় হয় না সমান থাকে।
  10. প্রতিটি মানুষের ফিঙ্গার প্রিন্ট মত জিহ্বা রেখা আলাদা।
  11. একজন মানুষের শরীরের সমস্ত DNA যদি সোজা করা হয় তার দৈঘ্য ৬০০০ বার পৃথিবী থেকে চাদের দৈঘ্যের সমান।
  12. সরা দুনিয়াতে যত বদহজমের ঔষধ বিক্রি হয় তার ৪০% ক্রেতাই আমেরিকানরা ।
  13. মেয়েদের থেকে পুরুষেরা ৩ -৪ বার বেশি মন পরিবর্তন করে ।
  14. মানবদেহে ৪০০ অনুজীব বসবাস করে।
  15. ৮-১০ সপ্তাহের আগে নবজাতক শিশু কাঁদলেও চোখের পানি পড়ে না।
  16. গড়ে একজন মানুষের সারা জীবনে ৫৯০ মাইল চুল জন্মায়।
  17. প্রতি ঘন্টায় মানব দেহের প্রায় ১ বিলিয়ন কোষ প্রতিস্থাপিত হয়।
  18. ৩০ বছরের পর থেকে মানব দেহ সংকুচিত/ছোট হতে শুরু করে।
  19. মহিলারা পুরুষের চেয়ে ৪০% বেশি ঘামায়।
  20. মানব মস্তিষ্কের ১/৪ অংশ ব্যবহৃত হয় চোখ নিয়ন্ত্রনে।
  21. আপনার উচ্চতাকে ৮ দিয়ে ভাগ করলে আপনার মাথার দৈর্ঘ্য বের হবে।
  22. ৬০ বছর বয়সের পর মানুষের ৫০% স্বাদ গ্রন্থি নষ্ট হয়ে যায়।
  23. মানুষের দুই নাসারন্ধ্র দুই রকমের ঘ্রান গ্রহন ও অনুধাবন করে, বাম নাসারন্ধ্রের চেয়ে ডান নাসারন্ধ্র আরামদায়ক ঘ্রান গ্রহন/অনুধাবন করে।
  24. ফরেনসিক বিশেষজ্ঞগন এক টুকরো চুল থেকে ঐ লোকের লিঙ্গ, বয়স, জাতি ইত্যাদি নির্ধারন করতে পারেন।
  25. পাকস্থলিতে যদি প্রতি দুই সপ্তাহ অন্তর অন্তর মিউকাস শ্লেষমা এর স্তর সৃষ্টি না হত তাহলে পাকস্থলিই নিজেকে নিজে হজম করে ফেলতো।
  26. মেধাবী মানুষের চুলে কপার এবং জিংক এর পরিমান অন্যদের থেকে বেশি থাকে।
  27. ব্যথা ৩৫০ ফিট/সেকেন্ড বেগে শরীরে ধাবিত হয়।
  28. মানব মস্তিষ্কের ধারনক্ষমতা ৪ টেরাবাইটেরও বেশি।
  29. মানবদেহ প্রতি সেকেন্ডে ১৫ মিলিয়ন লোহিত রক্ত কনিকা ধ্বংশ এবং সৃষ্টি হয়।
  30. গড়ে মানুষের হৃদপিন্ড ৩ বিলিয়ন বার স্পন্দিত হয় এবং প্রায় ৪০০ মিলিয়ন লিটার রক্ত পরিবহন করে।
  31. লালা মিশ্রিত হওয়ার আগ পর্যন্ত আমরা খাবারের স্বাদ পাই না।
  32. মধ্যমা আঙ্গুলের নখ সবচেয়ে দ্রুত বর্ধনশীল। এটা কনিষ্ঠ আঙ্গুলীর নখের থেকে চার গুন দ্রুত বৃদ্ধি পায়।
  33. অবাক হলেও সত্য প্রায় ১৩% মানুষই বামহাতী ।
  34. ১৮ সপ্তাহ বয়সেই মানব ভ্রূনে ফিঙ্গারপ্রিন্ট দেখা যায় ।
  35. আমরা আসলে আমাদের চোখ দিয়ে দেখি না –আমরা মস্তিস্ক দিয়ে দেখি। চোখ মস্তিস্কের ক্যামেরার মত কাজ করে।
  36. অবিশ্বাস্য হলেও সত্য ডেভিড মার্লিন নিঃশ্বাস বন্ধ রেখেছিলেন ২১ মিনিট ২৯ সেকেন্ড।

You may also like...

2 Responses

  1. Monir বলেছেন:

    Onek sundor

  2. Motiur Rahman বলেছেন:

    thanks
    stay with us

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.