আশ্চর্য্য তথ্যঃ মানুষ
বৈজ্ঞানিক ব্যাখ্যায় উঠে এসেছে যে সব তথ্য
-
- মানুষের দাঁত পাথরের চেয়েও শক্ত।
- সারা দিনে মানুষের ১,০১,০০০ বার হৃদস্পন্দন হয়।
- মানুষের মাথায় ২২ টি হাড় রয়েছে।
- নিঃশ্বাসের ফলে প্রতি মিনিটে ০.৬ গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপাদিত হয়।
- বিগত ১৫০ বছরে শিল্প-উন্নত দেশের মানুষের গড় উচ্চতা ১০ সেমি. (৪ ইঞ্চি) বৃদ্ধি পেয়েছে।
- চোখ খোলা রেখে হাচি দেয়া অসম্ভব।
- মানুষ খাবার ছাড়া প্রায় এক মাস বাচতে পারে কিন্তু পানি ছাড়া এক সপ্তাহের বেশি বাচে না।
- চোখের পলক ফেলতে যে পেশীটি কাজ করে সেটা হল আমাদের শরীরের সবচেয়ে দ্রুত গতির পেশী।
- মানুষের শরীরে যে পরিমান পরিমান চর্বি আছে তা দিয়ে ৮ টি সাবান তৈরি করা যায়।
- জিহ্বা মানব দেহের শক্তিশালী পেশী।
- আপনার চুল অন্য সময়ের চেয়ে সকাল বেলায় বেশি বৃদ্ধি পায়।
- হাতের কব্জি থেকে কুণুই পর্যন্ত দৈর্ঘ্য পায়ের পাতার দৈর্ঘ্যর সমান।
- পেশী, এটা প্রতি সেকেন্ডে আমাদের ৫ বার পলক ফেলতে সহয়তা করে।
- জিহ্বা দিয়ে কুণুই চাঁটা প্রায় অসম্ভব, ব্যতিক্রম খুবই কম।
- গড়ে আমরা প্রায় ২৩,০০০ বার নিঃশ্বাস নিয়ে থাকি।
- গড়ে একজন মানুষ সর্বোচ্চ এক মিনিট শ্বাস বন্ধ করে থাকতে পারে।
- মানুষের হাড় কংক্রিটের চেয়েও শক্ত।
- গড়ে একজন মানুষ ৫০০০ শব্দ উচ্চার করে থাকে, ৮০% ভাগই নিজে নিজে কথা বলে থাকে।
- ১৯ শতকের সবচেয়ে লম্বা জাতি আমেরিকানরা, গড় উচ্চতা ১.৭১ মিটার বা ৫ ফিট ৬ ইঞ্চি।
- বর্তমানে আমেরিকানদের গড় উচ্চতা ৫’৯” , সুইডিশদের ৫’১০”, ডাচদের ৫’১১” ।
- মানব দেহে যে পরিমান পানি থাকে তা থেকে যদি কোন কারনে ১% পানির ঘাটতি হয় তখনই আমাদের তৃষ্ঞা পায়।
- মানূষ সম্পর্কে আজব তথ্য
- অন্য কাউকে হাই তুলতে দেখলে ৫৫% মানুষ ৫ মিনিটের মধেই হাই তোলে।
- প্রতি দিন গড়ে একজন পুরুষের ৪০ টা এবং মেয়েদের প্রায় ৭০ টা চুল পরে যায়।
- একজন মানুষকে কতল করার পর ৮ সেকেন্ড সচেতন থাকে।
- গড়ে মানুষ প্রতিদিন ১৫,০০০ বার পলক ফেলে, নরীরা পুরুষের দ্বিগুন সংখ্যক পলক ফেলে।
- লিভার শরীরের অভ্যন্তরে সবচেয়ে ছোট অঙ্গ । ত্বক হচ্ছে সবচেয়ে বড় অঙ্গ।
- নখ প্রতি সেকেন্ডে ১ ন্যানোমিটার (০.০০০ ০০০ ০০১ মি./সে.) এবং চুল ৪ ন্যানোমিটার (০.০০০ ০০০ ০০৪ মি./সে.) প্রতি সেকেন্ডে বৃদ্ধি পায় ।
- নবজাত শিশুর মাথার ওজন তার সমস্ত শরীরের ওজনের একচর্তুথাংশ।
- জন্ম থেকে বয়সের সাথে সাথে মানুষের চোখের আকার বড় হয় না সমান থাকে।
- প্রতিটি মানুষের ফিঙ্গার প্রিন্ট মত জিহ্বা রেখা আলাদা।
- একজন মানুষের শরীরের সমস্ত DNA যদি সোজা করা হয় তার দৈঘ্য ৬০০০ বার পৃথিবী থেকে চাদের দৈঘ্যের সমান।
- সরা দুনিয়াতে যত বদহজমের ঔষধ বিক্রি হয় তার ৪০% ক্রেতাই আমেরিকানরা ।
- মেয়েদের থেকে পুরুষেরা ৩ -৪ বার বেশি মন পরিবর্তন করে ।
- মানবদেহে ৪০০ অনুজীব বসবাস করে।
- ৮-১০ সপ্তাহের আগে নবজাতক শিশু কাঁদলেও চোখের পানি পড়ে না।
- গড়ে একজন মানুষের সারা জীবনে ৫৯০ মাইল চুল জন্মায়।
- প্রতি ঘন্টায় মানব দেহের প্রায় ১ বিলিয়ন কোষ প্রতিস্থাপিত হয়।
- ৩০ বছরের পর থেকে মানব দেহ সংকুচিত/ছোট হতে শুরু করে।
- মহিলারা পুরুষের চেয়ে ৪০% বেশি ঘামায়।
- মানব মস্তিষ্কের ১/৪ অংশ ব্যবহৃত হয় চোখ নিয়ন্ত্রনে।
- আপনার উচ্চতাকে ৮ দিয়ে ভাগ করলে আপনার মাথার দৈর্ঘ্য বের হবে।
- ৬০ বছর বয়সের পর মানুষের ৫০% স্বাদ গ্রন্থি নষ্ট হয়ে যায়।
- মানুষের দুই নাসারন্ধ্র দুই রকমের ঘ্রান গ্রহন ও অনুধাবন করে, বাম নাসারন্ধ্রের চেয়ে ডান নাসারন্ধ্র আরামদায়ক ঘ্রান গ্রহন/অনুধাবন করে।
- ফরেনসিক বিশেষজ্ঞগন এক টুকরো চুল থেকে ঐ লোকের লিঙ্গ, বয়স, জাতি ইত্যাদি নির্ধারন করতে পারেন।
- পাকস্থলিতে যদি প্রতি দুই সপ্তাহ অন্তর অন্তর মিউকাস শ্লেষমা এর স্তর সৃষ্টি না হত তাহলে পাকস্থলিই নিজেকে নিজে হজম করে ফেলতো।
- মেধাবী মানুষের চুলে কপার এবং জিংক এর পরিমান অন্যদের থেকে বেশি থাকে।
- ব্যথা ৩৫০ ফিট/সেকেন্ড বেগে শরীরে ধাবিত হয়।
- মানব মস্তিষ্কের ধারনক্ষমতা ৪ টেরাবাইটেরও বেশি।
- মানবদেহ প্রতি সেকেন্ডে ১৫ মিলিয়ন লোহিত রক্ত কনিকা ধ্বংশ এবং সৃষ্টি হয়।
- গড়ে মানুষের হৃদপিন্ড ৩ বিলিয়ন বার স্পন্দিত হয় এবং প্রায় ৪০০ মিলিয়ন লিটার রক্ত পরিবহন করে।
- লালা মিশ্রিত হওয়ার আগ পর্যন্ত আমরা খাবারের স্বাদ পাই না।
- মধ্যমা আঙ্গুলের নখ সবচেয়ে দ্রুত বর্ধনশীল। এটা কনিষ্ঠ আঙ্গুলীর নখের থেকে চার গুন দ্রুত বৃদ্ধি পায়।
- অবাক হলেও সত্য প্রায় ১৩% মানুষই বামহাতী ।
- ১৮ সপ্তাহ বয়সেই মানব ভ্রূনে ফিঙ্গারপ্রিন্ট দেখা যায় ।
- আমরা আসলে আমাদের চোখ দিয়ে দেখি না –আমরা মস্তিস্ক দিয়ে দেখি। চোখ মস্তিস্কের ক্যামেরার মত কাজ করে।
- অবিশ্বাস্য হলেও সত্য ডেভিড মার্লিন নিঃশ্বাস বন্ধ রেখেছিলেন ২১ মিনিট ২৯ সেকেন্ড।
Onek sundor
thanks
stay with us