ডোমেইন কেনার পূর্বে আপনার যা জানা একান্তই উচিতঃ


  • ডোমেইন প্রোভাইডার সাথে বিস্তারিত কথা বলা ।
  • আপনার ডোমেইন এর ফুল কন্ট্রোল সম্পর্কে জেনে নেওয়া ।
  • পরবর্তী বছরের রিনিউ চার্য এর পরিমান জেনে নেওয়া ।
  • ডোমেইন এর কেমন নিরাপত্তা সম্পর্কে জেনে নেওয়া উচিত ।
  • কেনার সময় তারাহুড়ো না করা ।
  • ইউনিক নাম পছন্দ করা ।
  • নামের বানান স্পেলিং চেক করে নেওয়া ।
  • ডোমেইন যথাসম্ভব ছোট রাখতে চেষ্টা করা ।
  • নাম দেখেই সেবার ধরন বুঝা যায় এমন ডোমেইন পছন্দ করা ।
  • পছন্দের ডোমেইনের কি – ওয়ার্ড সার্চ পরিমান দেখে নেওয়া ।
  • জনপ্রিয় সাইটের সাথে মিলে না যায় সেদিকে খেয়াল রাখা ।
  • ভিজিটরদের কনফিউশন করে এমন ডোমেইন নির্বাচন না করা ।
  • .com ডোমেইন কেনার চেষ্টা করা ।
  • টপ লেভেল ডোমাইনে নাম নির্বাচন করা ।
  • ডোমেইন নাম ২ শব্দের মধ্যে রাখার চেষ্টা করা ।
  • অর্থবোধক নাম নির্বাচন করার চেষ্টা করা ।
  • নামের মাঝে (-) ব্যবহার না করার চেষ্টা করা
  • .net ডোমেইন থেকে .com উত্তম ।
  • বিজনেসের জন্য .com ডোমেইন বেশী ভাল ।
  • সংস্থার জন্য .org ডোমেইন ।
  • সুন্দর লগো তৈরি হয় এমন ডোমেইন নির্বাচন করার চেষ্টা করা।

  • Talking with the domain provider detailed.
  •  Knowing the full control of your domain.
  •  Know the amount of renewable charity next year.
  •  Know about the security of the domain.
  •  Do not ride when buying.
  •  Choose a unique name.
  •  Checks for spelling of names.
  •  Try to keep the domain as small as possible.
  •  Knowing the name of the service, choosing a domain that can be understood.
  •  Take a look at the keyword search volume of the preferred domain.
  •  Be careful not to match popular sites.
  •  Definition of the domain that conjugates the visitors.
  •  Try to buy a .com domain.
  •  Select the top-level domain name.




You may also like...

2 Responses

  1. Md. Ripon বলেছেন:

    Thanks. amr kisu help dorkar. ami business purpose ekta pagebook page khulte chassi, and service sell korte chassi, sekhetre amr ekta brand nam o dorkar, tai oi name ekta domain kinbo vavci, r ami domain ta amr facebook page ke link use korbo,,,eta ki possible??karon websitie nai, akhn korte o chassi na. jodi hoy sekhane ki amr hosting o kena lagbe??

    • Jasim Uddin বলেছেন:

      জী না স্যার Facebook পেইজ খোলার জন্য আলাদা কোন হোস্টিং লাগে না। আপনি ডোমেইন দ্রুত ডোমেইন কিনে রাখতে পারেন। ওয়েব সাইট যে কোন ব্যবসা আরো সাফল্য দিতে খুবই সহজ করে। বর্তমানে স্যাট হোস্টিং মাত্র ৯৯ টাকা .xyz ডোমেইন পাওয়া। বিস্তারিত জানতে ভিজিট করুন: https://satthost.com/ । সরাসরি জানতে কল করুন : 01850054500

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.